HomeWest BengalVoting Percentage 5th Phase: সেরার রেকর্ড বজায় রাখল বাংলা, ম্যান-অফ-দ্য-ম্যাচ আরামবাগ

Voting Percentage 5th Phase: সেরার রেকর্ড বজায় রাখল বাংলা, ম্যান-অফ-দ্য-ম্যাচ আরামবাগ

- Advertisement -

পশ্চিমবঙ্গের সাতটি কেন্দ্রের সঙ্গে লোকসভা ভোটের পঞ্চম দফায় দেশের মোট ৪৯টি কেন্দ্রে ভোট হয়েছে। অন্যান্য দফার মতোই ভোট পঞ্চমীতেও সব রাজ্যকে টেক্কা দিল পশ্চিমবঙ্গ। বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের শতাংশের হারে ভারতে এগিয়ে বাংলা। পঞ্চমদিনের বোটে ম্যান-ওফ-দ্য-ম্যাচ হুগলির আরামবাগ।

নির্বাচন কমিশন থেকে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বিকেল ৫ টা পর্যন্ত বাংলার সাত কেন্দ্রে গড়ে ভোট পড়েছে ৭৩ শতাংশ৷

   

বিকেল পাঁচটা পর্যন্ত বাংলার সাত কেন্দ্রে ভোট দানের শতকরা হার-

আরামবাগে – ৭৬.৯০ শতাংশ
বনগাঁ – ৭৫.৭৩ শতাংশ
ব্যারাকপুর – ৬৮.৮৪ শতাংশ
হুগলি – ৭৪.১৭ শতাংশ
হাওড়া ৬৮.৮৪ শতাংশ
শ্রীরামপুর – ৭১.১৮ শতাংশ
উলুবেড়িয়ায় ৭৪.৫০ শতাংশ

PM Modi: মমতা ‘হিন্দু বিরোধী’, মুখ্যমন্ত্রীর সন্ন্যাসী তোপের পর বোঝাতে আরও মরিয়া মোদী

দেশের কোন রাজ্যে কত?

বিহারে – ৫২.৩৫ শতাংশ
জম্মু ও কাশ্মীরে – ৫৪.২১ শতাংশ
ঝাড়খণ্ডে – ৬১.৯০ শতাংশ
লাদাখে – ৬৭.১৫ শতাংশ
মহারাষ্ট্রে – ৪৮.৬৬ শতাংশ
ওড়িশায় – ৬০.৫৫ শতাংশ
উত্তরপ্রদেশে – ৫৫.৮০ শতাংশ

Kartick Maharaj: কার্তিক মহারাজের বদলে রেজিনগরে হিংসার নেপথ্যে মমতাই, এক রা হাত-পদ্মের!

প্রথম চারদফার তুলনায় রাজ্যের পঞ্চম দফা ভোট তুলনায় ঘটনাবহুল। বড় কোনও অশান্তির ঘটনা না ঘটলেও বনগাঁ থেকে ব্যারাকপুর কিংবা হাওড়া থেকে হুগলি, বিভিন্ন লোকসভা থেকে দিনভর বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠেছে।

PM Modi: ধর্মনিরপেক্ষতার আড়ালে ভয়ঙ্কর ‘খেলা’ বিরোধীদের! মুখোশ খুললেন প্রধানমন্ত্রী মোদী

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular