Lok Sabha Election: ভাগ্যপরীক্ষা অর্জুন-কল্যাণ-রচনার, পঞ্চম দফায় রাজ্যে রেকর্ড সংখ্যক স্পর্শকাতর বুথ

আগামী কাল, ২০ মে রাজ্যের ৭টি আসনে ভোটগ্রহণ (Lok Sabha Election)। কেন্দ্রগুলি হল – হুগলি জেলার হুগলি, আরামবাগ, শ্রীরামপুর; উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁ…

Election commission of India denies any irregularities in Maharashtra election alliged by Congress

আগামী কাল, ২০ মে রাজ্যের ৭টি আসনে ভোটগ্রহণ (Lok Sabha Election)। কেন্দ্রগুলি হল – হুগলি জেলার হুগলি, আরামবাগ, শ্রীরামপুর; উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁ এবং হাওড়া জেলার হাওড়া ও উলুবেড়িয়া।

রাজ্যের এই ৭টি লোকসভা আসনে বুথের সংখ্যা ১৩ হাজার ৪৮১। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৭ হাজার ৭১১। অর্থাৎ, প্রায় ৫৬ শতাংশ। মোট মাইক্রো অবজার্ভার থাকছেন – ১ হাজার ৩৫০ জন। ১৩ মে, চতুর্থ দফার ভোটে স্পর্শকাতর বুথের সংখ্যা ছিল ২৩.৫ শতাংশ।

   

হুগলি কেন্দ্রে স্পর্শকাতর বুথের সংখ্যা সবচেয়ে বেশি। এই কেন্দ্রের ৮৭ শতাংশ বুথ স্পর্শকাতর। তারপর রয়েছে আরামবাগ। এই কেন্দ্রে ৮৫ শতাংশ বুথ স্পর্শকাতর। ব্যারাকপুরের ৬৭ শতাংশ বুথ স্পর্শকাতর। শ্রীরামপুরে স্পর্শকাতর বুথ ৬০ শতাংশ।

স্পর্শকাতর বুথের সংখ্যা বেশি হওয়ায় এই দফায় কেন্দ্রীয় বাহিনীও বেশি থাকছে। পঞ্চম দফায় রাজ্যে থাকবে ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে বুথে মোতায়েন থাকবে ৬৫০ কোম্পানি বাহিনী। বাকিরা টহল দেবেন। এই দফায় রাজ্য পুলিশের সংখ্যা ২৫ হাজার ৫৯০।

Lok Sabha Election: ভাগ্যপরীক্ষা রাহুল-স্মৃতির, সোমবার পঞ্চম দফায় ৪৯ কেন্দ্রে ভোট

পঞ্চম দফার ভোটে রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম থাকছে বাংলায়। সোমবার রাজ্যের ৭ কেন্দ্রে কুইক রেসপন্স টিমের সংখ্যা ৫৬৭। এর আগে কোনও দফায় এত সংখ্যক কুইক রেসপন্স টিম ছিল না।

আগামী কাল, দেশের ৬ রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৪৯টি আসনে ভোটগ্রহণ। অমেঠি, রায়বেরিলির মতো কেন্দ্রেও ভোট আগামী কাল। এই ৪৯টি আসনের মধ্যে ৩২টি বিজেপির দখলে রয়েছে। একমাত্র রায়বেরিলি কংগ্রেসের ঝুলিতে রয়েছে।

পঞ্চম দফায় বিজেপি ৪০টি আসনে লড়লেও, কংগ্রেস মাত্র ১৮টি আসনে লড়ছে। বাকিগুলিতে লড়বে জোটসঙ্গীরা। সবচেয়ে কম আসনে ভোটগ্রহণ হচ্ছে পঞ্চম দফায়। ৪৯টি আসনে ভোটে লড়ছেন মোট ৬৯৫ জন প্রার্থী, এর মধ্যে ৮২ জন মহিলা।

Lok Sabha Election: বাজেয়াপ্ত ১৪৬২ কোটি! ভোটপর্বে ‘নিষিদ্ধ’ সামগ্রী উদ্ধারের তালিকায় শীর্ষে মোদী-রাজ্য গুজরাত

এই দফার নজরকাড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন – কংগ্রেসের রাহুল গান্ধী। তিনি উত্তর প্রদেশের রায়বেরিলি কেন্দ্র থেকে লড়ছেন। বিজেপির স্মৃতি ইরানি লড়ছেন অমেঠি থেকে। উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং।

মুম্বই উত্তর কেন্দ্র থেকে লড়ছেন বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল। জম্মু-কাশ্মীরের বারামুল্লা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওমর আবদুল্লা। আরজেডির রোহিণী আচার্য লড়ছেন সরণ থেকে।

Dilip Ghosh: ‘মৌলবীদের দিয়ে তো রাজনীতি করান, সাধু-সন্ন্যাসীদের বাধা কোথায়?’ মমতাকে তোপ দিলীপের

বাংলার নজরকাড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন – ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং, শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বনগাঁ কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, হুগলি কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।