‘ISF হল ইন্ডিয়ান সন্ত্রাসবাদী ফ্রন্ট!’, বিস্ফোরক মন্তব্য সায়নীর

তৃণমূল-আইএসএফ সংঘর্ষে ঘিরে (Saayoni Ghosh) সকাল থেকেই উত্তাল যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়। আইএফের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের এজেন্টদের ভয় দেখাচ্ছে। পাল্টা আইএসএফের বিরুদ্ধে…

lok-sabha-election-saayoni-ghosh-slams-isf

তৃণমূল-আইএসএফ সংঘর্ষে ঘিরে (Saayoni Ghosh) সকাল থেকেই উত্তাল যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়। আইএফের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের এজেন্টদের ভয় দেখাচ্ছে। পাল্টা আইএসএফের বিরুদ্ধে গন্ডগোল পাকানোর অভিযোগ করেছে রাজ্যের শাসকদল। এহেন পরিস্থিতিতে আইএসএফকে কড়া আক্রমণ করলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ (Saayoni Ghosh)।

শনিবার সকালে ভোট দিয়ে বেরিয়ে সায়নী বলেন, মূল নজর থাকবে ভাঙড়ের দিকে। আইএসএফ হল ইন্ডিয়ান সন্ত্রাসবাদী ফ্রন্ট। ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলে এই ধরনের ঘটনা ঘটছে। সায়নীর এই মন্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল যুবনেত্রীকে মন্তব্যের সমালোচনা করেছে আইএসএফ নেতৃত্ব।

   

বুথ দখল করে দেদার ছাপ্পা দিচ্ছে তৃণমূল! চাঞ্চল্যকর অভিযোগ কলকাতায়

ভাঙড়ের সাতুরিয়া উত্তরে তৃণমূলের বুথ অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছে আইএসএফ এবং সিপিএম, এমনটাই অভিযোগ করেছেন রাজ্যের শাসক দলের কর্মী-সমর্থকরা।

তৃণমূল কর্মীদের বক্তব্য, তাঁরা ভোর ৫টা থেকে বুথ অফিসে বসেছিলেন। আচমকা সিপিএম-আইএসএফে ৫০ জন লোক এসে বুথ অফিসে ভাঙচুর চালায়। চেয়ার-টেবিল ভেঙে দেওয়া হয়। ব্যানার ছিঁড়ে দেওয়া হয়। বোমাবাজির পাশাপাশি গুলিও চালায় ওরা। এক কর্মীর আঙুল উড়ে গিয়েছে। তৃণমূলের অস্তিত্ব রাখব না বলে হুমকিও দেয় হামলাকারীরা।

তৃণমূলের ‘বাহুবলী’ নেতার ভেল্কি, ভোটের দুপুরে তড়িঘড়ি একসঙ্গে সুদীপ-কুণাল-পরেশ! কীসের ইঙ্গিত?

ফুলবাড়িতে আবার এজেন্ট বসানো নিয়ে তৃণমূল এবং আইএসএফের মধ্যে বচসা হয়। আইএসএফের অভিযোগ, তাদের এজেন্ট বসাতে গেলে আইএসএফ কর্মীদের উপর আক্রমণ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পাল্টা আইএফএফের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত। এক মহিলাকে মাথা ফেটেছে তৃণমূলের আক্রমণে, এমনটাই দাবি আইএসএফের।

বরাবরই ভোট ঘিরে অশান্তির সাক্ষী থেকেছে ভাঙড়। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে এখানে আরাবুল ইসলামের দাপট থাকলেও গত বিধানসভা নির্বাচনে ভাঙড় আসনে জয়লাভ করে আইএসএফ। তারপর থেকেই তৃণমূল-আইএসএফ সংঘর্ষে বারেবারে উত্তপ্ত হয়েছে ভাঙড়। পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে বেশ কয়েকজনের মৃত্যুও হয়।

‘৪ তারিখ ইভিএম খুললেই…’, ভোটের ফল নিয়ে বিরাট মন্তব্য অভিষেকের

এরপরই কলকাতা পুলিশের হাতে ভাঙড়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তুলে দেয় রাজ্য সরকার। যাদবপুর লোকসভা কেন্দ্র জিততে তৃণমূলের বড় ভরসা সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা ভাঙড়। যাদবপুর লোকসভা আসনে এবার তৃণমূল টিকিট দিয়েছে দাপুটে যুবনেত্রী সায়নী ঘোষকে। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সিপিএমের টিকিটে লড়ছেন সৃজন ভট্টাচার্য।