ছাপ্পার জেরে ভোট বাতিল! রাজ্যের দুই বুথে আজ চলছে পুনর্নির্বাচন

lok-sabha-election-west-bengals-9-seat-increase-in-voting-percentage-compared-to-the-previous-report

সপ্তম দফার নির্বাচনের (Lok Sabha Election) দিন রাজ্যের দুটি বুথে অবাধে ছাপ্পার অভিযোগ উঠেছিল। অভিযোগ খতিয়ে দেখে রবিবার ওই দুই বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই মতো আজ, সোমবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার বারাসত এবং দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের একটি করে বুথে পুনর্নির্বাচন হচ্ছে।

Advertisements

এদিন সকাল ৭টা থেকে সেখানে ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বারাসত লোকসভার অন্তর্গত দেগঙ্গা বিধানসভার কদম্বগাছি সর্দারপদ এফপি স্কুলের ৬১ নম্বর বুথে পুনর্নির্বাচন হচ্ছে।

Advertisements

এছাড়াও পুনর্নির্বাচন হচ্ছে মথুরাপুর কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপ বিধানসভার আদ্দিরমহল শ্রীচৈতন্য বিদ্যাপীঠ এফপি স্কুলের ২৬ নম্বর বুথে।

সবচেয়ে সস্তা জলপাইগুড়িতে! পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় পেট্রোলের দাম জানুন

সপ্তম দফার ভোটে রাজ্যের ৯ কেন্দ্রে বহু বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল। কংগ্রেস এবং বিজেপির তরফে পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে চিঠিও দেওয়া হয়। তবে রবিবার মাত্র দুটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে এই দুটি বুথে পুনর্নির্বাচন করানোর নির্দেশ দেন কমিশনের সচিব রাকেশ কুমার।

দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হয়েছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে, ১ জুন সাত দফায় ভোটগ্রহণ হয়েছে।

এক্সিট পোলে চাপ! কড়া নির্দেশ তৃণমূল সেনাপতির

নির্বাচন কমিশন জানিয়েছে, বাংলার ভোট নিয়ে তারা সন্তুষ্ট। অন্য বারের তুলনায় এ বার ভোটে অশান্তি কম হয়েছে বলে জানিয়েছে তারা। আগামী কাল, মঙ্গলবার ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।