Lok Sabha Election: ভোটের মুখে বিরাট ভাঙন তৃণমূলে! বিজেপিতে যোগ দিল ২০০ পরিবার

চতুর্থ দফার ভোটের (Lok Sabha Election) মুখে বিরাট ভাঙন তৃণমূলে (TMC)। জোড়াফুল শিবিরের পাশাপাশি সিপিএমেও ভাঙন ধরেছে। একসঙ্গে তৃণমূল এবং সিপিএম ভেঙে উচ্ছ্বসিত গেরুয়া শিবির।…

leader-of-opposition-suvendu-adhikari-leaks-sensational-information-about-chief-minister-mamata-banerjee

চতুর্থ দফার ভোটের (Lok Sabha Election) মুখে বিরাট ভাঙন তৃণমূলে (TMC)। জোড়াফুল শিবিরের পাশাপাশি সিপিএমেও ভাঙন ধরেছে। একসঙ্গে তৃণমূল এবং সিপিএম ভেঙে উচ্ছ্বসিত গেরুয়া শিবির। উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ এলাকায় তৃণমূল এবং সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিল প্রায় দু’শো পরিবার। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখান তাঁরা। দলবদলকারী পরিবারগুলির দাবি, প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তাঁরা পদ্ম শিবিরের যোগ দিয়েছেন।

সন্দেশখালির আন্দোলনের মুখ তথা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এই দলবদল প্রসঙ্গে বলেন, দীর্ঘদিন ধরে রাজ্যের শাসকদল তৃণমূল ওই পরিবারগুলির ওপর তীব্র অত্যাচার চালাচ্ছে। একই সঙ্গে সিপিএম নেতারাও তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তাই ওরা বিজেপির ওপর ভরসা রেখেছেন। বাংলাকে সঠিক পথ দেখাবে বিজেপি। এর ফলে ওই এলাকায় আমাদের দল আরও শক্তিশালী হল। প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে প্রত্যন্ত ওই এলাকায় উন্নয়ন পৌঁছে দেওয়ার শপথ নিলাম আমিও। ওনারা বিজেপির ওপর ভরসা রাখায় আমি আপ্লুত।

   

অন্যদিকে দলবদলকারীরা জানিয়েছেন, তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বিজেপিতে যোগ দিলেন। আগামী দিনে প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে কাজ করতে চান। তৃণমূলের দুর্নীতি দেখে মানুষ বীতশ্রদ্ধ। সবাই পরিবর্তন চাইছে্ন। বাংলাকে সঠিক রাস্তা দেখাতে পারে একমাত্র বিজেপি। সিপিএমের দ্বারাও কোও কাজ হবে না। তাই তাঁরা সবাই মিলে বিজেপিতে নাম লেখানোর সিদ্ধান্ত নেন। যদিও এই দলবদলের বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। 

তৃণমূলের এক স্থানীয় নেতার দাবি, সন্দেশখালির মিথ্যাচার সবার সামনে চলে এসেছে। তাই ড্যামেজ কন্ট্রোল করতে এইসব করতে হচ্ছে ওদের। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র ফটো তোলার জন্য কয়েকটি পরিবারকে ডেকে নিয়ে গিয়ে বিজেপির পতাকা হাতে দিয়েছেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম বিপুল ভোটে জিতবে বসে দাবি করেন তিনি।