১৫ মিনিটেই পৌঁছবে QRT, সপ্তম দফার ভোটে বিরাট পদক্ষেপ নির্বাচন কমিশনের

শনিবার সপ্তম দফায় রাজ্যের ৯ কেন্দ্রে নির্বাচন (Lok Sabha Election)। সেগুলি হল – বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর।…

Calcutta High Court orders that central forces will be deployed in West Bengal till June 26

শনিবার সপ্তম দফায় রাজ্যের ৯ কেন্দ্রে নির্বাচন (Lok Sabha Election)। সেগুলি হল – বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে সব কটি আসনই তৃণমূলের ঝুলিতে গিয়েছিল। তৃণমূলের গড়ে এবার পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি। একই সঙ্গে হারানো জমি ফিরে পেতে তৎপর বামেরাও।

দক্ষিণবঙ্গের এই আসনগুলিতে লড়াই তাই হাড্ডাহাড্ডি। আগের দফাগুলিতে বিক্ষিপ্ত গন্ডগোল হওয়ার এবারে সতর্ক কমিশন। ভোট শান্তিপূর্ণ করতে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও কুইক রেসপন্স টিম মোতায়েন করা হচ্ছে শেষ দফার নির্বাচনে। সপ্তম দফার ৯ আসনে মোট বুথের সংখ্যা ১৭ হাজার ৪৭০টি। এর মধ্যে ৩ হাজার ৭৪৮টি বুথকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে।

   

বাংলায় এখন রয়েছে মোট ১০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে সপ্তম দফার ভোটে ব্যবহার করা হবে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে আইনশৃঙ্খলার দায়িত্বে। স্ট্রং রুমের নিরাপত্তার জন্য থাকবে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। স্ট্রং রুমের নিরাপত্তায় ১৩ হাজার পুলিশও মোতায়েন করা হয়েছে।

‘রবিবার দুপুর ৩টেয় আমি…’, বিরাট ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের

সপ্তম দফার ভোটে রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম থাকছে বাংলায়। শনিবার রাজ্যের ৯ কেন্দ্রে কুইক রেসপন্স টিমের সংখ্যা ১৯৫৮। এর মধ্যে কলকাতায় থাকছে ৬০০ কুইক রেসপন্স টিম। এর আগে কোনও দফায় এত সংখ্যক কুইক রেসপন্স টিম ছিল না। কমিশনের দাবি, এবার মাত্র ১৫ মিনিটে স্পটে পৌঁছে যাবে কিউআরটি।

কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

বারাসত পুলিশ জেলা – ৮১ কোম্পানি

ব্যারাকপুর পুলিশ জেলা – ৮১ কোম্পানি

বারুইপুর পুলিশ জেলা – ১৬০ কোম্পানি

বসিরহাট – ১১৬ কোম্পানি

বিধাননগর- ৫৯ কোম্পানি

ডায়মন্ড হারবার – ১১০ কোম্পানি

‘রবিবার দুপুর ৩টেয় আমি…’, বিরাট ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের

সুন্দরবন পুলিশ জেলা – ১১৪ কোম্পানি

কলকাতা পুলিশ এলাকায় – ২৪৬ কোম্পানি