খাস কলকাতায় এবার ফলস ভোট (Lok Sabha Election) দেওয়ার অভিযোগ উঠল। কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের অভিযোগ, পার্ক ডে বোরখা পরে ফলস ভোট দিচ্ছিলেন এক মহিলা। যদিও সায়রা তাড়া করতেই ওই মহিলা পালিয়ে যান। তাঁর বুথ এজেন্ট কৌস্তভ চট্টোপাধ্যায় গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ বামপ্রার্থীর।
বালিগঞ্জ আইস স্কেটিং রিঙ্কের ২১৮ বুথে আবার সায়রার এজেন্ট রোশেনারা মিশ্রকে হেনস্থার অভিযোগ উঠেছে। সিপিএমের বর্ষীয়ান নেতা সূর্যকান্ত মিশ্রের মেয়ে রোশেনারা। তৃণমূল এজেন্টদের অভিযোগ, মত্ত অবস্থায় বুথে বসে আছেন সিপিএম এজেন্ট। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে বামেরা।
আজ বাংলার ৯ কেন্দ্রে লোকসভা নির্বাচনের পাশাপাশি বরানগর বিধানসভার উপনির্বাচনও হচ্ছে। এদিন সকালে বুথে গিয়ে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বচসায় জড়ান বরানগরের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। দু’জনের মধ্যে ধস্তাধস্তিও হয়। বর্ষীয়ান বাম নেতাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ।
‘৪ তারিখ ইভিএম খুললেই…’, ভোটের ফল নিয়ে বিরাট মন্তব্য অভিষেকের
আজ, শনিবার সপ্তম দফায় রাজ্যের ৯ কেন্দ্রে নির্বাচন হচ্ছে। সেগুলি হল – বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে সব কটি আসনই তৃণমূলের ঝুলিতে গিয়েছিল। তৃণমূলের গড়ে এবার পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি। একই সঙ্গে হারানো জমি ফিরে পেতে তৎপর বামেরাও।
দক্ষিণবঙ্গের এই আসনগুলিতে লড়াই তাই হাড্ডাহাড্ডি। আগের দফাগুলিতে বিক্ষিপ্ত গন্ডগোল হওয়ার এবারে সতর্ক কমিশন। ভোট শান্তিপূর্ণ করতে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে শেষ দফার নির্বাচনে। সপ্তম দফার ৯ আসনে মোট বুথের সংখ্যা ১৭ হাজার ৪৭০টি। এর মধ্যে ৩ হাজার ৭৪৮টি বুথকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে।
তৃণমূলের বুথ অফিস ভেঙে গুড়িয়ে দিল আইএসএফ
বাংলায় এখন রয়েছে মোট ১০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে আজ, সপ্তম দফার ভোটে ব্যবহার করা হচ্ছে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে আইনশৃঙ্খলার দায়িত্বে। স্ট্রং রুমের নিরাপত্তার জন্য রয়েছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। স্ট্রং রুমের নিরাপত্তায় ১৩ হাজার পুলিশও মোতায়েন করা হয়েছে।
সপ্তম দফার ভোটে রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম রয়েছে বাংলায়। শনিবার রাজ্যের ৯ কেন্দ্রে কুইক রেসপন্স টিমের সংখ্যা ১৯৫৮। এর মধ্যে কলকাতায় থাকছে ৬০০ কুইক রেসপন্স টিম। এর আগে কোনও দফায় এত সংখ্যক কুইক রেসপন্স টিম ছিল না। কমিশনের দাবি, এবার মাত্র ১৫ মিনিটে স্পটে পৌঁছে যাবে কিউআরটি।
ভোট দিতে বাধা! অভিষেকের ‘খাসতালুকে’ ইভিএম জলে ফেললেন গ্রামবাসীরা