Lok Sabha Election: বিজেপিকে ভোট দিন! ভোটারদের ধমকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের

পঞ্চম দফার ভোটে (Lok Sabha Election) কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। আজ, শনিবার ষষ্ঠ দফার ভোটের সকালেও বিতর্কে সেই বাহিনী। এবার কেন্দ্রীয়…

EVM

পঞ্চম দফার ভোটে (Lok Sabha Election) কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। আজ, শনিবার ষষ্ঠ দফার ভোটের সকালেও বিতর্কে সেই বাহিনী। এবার কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল। বিজেপি প্রার্থীকে ভোট দিতে বলছেন ওই জওয়ান, এমনটাই অভিযোগ উঠেছে।

মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুলের বুথের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর এই অভিযোগ পেয়ে ওই বুথে যান মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। তাঁর সঙ্গে তুমুল বাদানুবাদ হয় ‘অভিযুক্ত’ জওয়ানের। লাইনে থাকা ভোটারদের আশ্বস্তও করেন জুন। যদিও এই অভিযোগ মানতে চাননি কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ান।

   

মোটের ওপর এদিন ভোট শান্তিপূর্ণই হচ্ছে বলে মন্তব্য করেছেন জুন মালিয়া। মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর কথায়, ভোট আপাতত ভালো হচ্ছে। দাঁতনে ইভিএম খারাপ থাকার ভোট শুরু হতে একটু দেরি হয়েছে। বাকি জায়গাগুলিতে ঠিকঠাক ভোট হচ্ছে। আমার বিশ্বাস মেদিনীপুরে সুষ্ঠু ভাবে অবাধে ভোট হবে।

Saumitra Khan: ‘পাগল-ছাগল সৌমিত্র খাঁর পরাজয় নিশ্চিত’, আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী সুজাতা

আজ, শনিবার ষষ্ঠ দফায় (Lok Sabha Election) বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৮টিতে ভোট হচ্ছে। কেন্দ্রগুলি হল – মেদিনীপুর, ঘাটাল, বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, পুরুলিয়া, ঝাড়গ্রাম। সকাল ৭টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ভোটারসংখ্যা ১ কোটি ৪৫ লক্ষের বেশি। বুথের সংখ্যা – ১৫,৬০০। এর মধ্যে ২,৬৭৮টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

ভোটে ৯ জন সাধারণ পর্যবেক্ষক এবং ৫ জন পুলিশ পর্যবেক্ষক রয়েছেন। ষষ্ঠ দফায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলাতেই রয়েছে – ২৩৭ কোম্পানি‌ কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশের ২৯,৪৬৮ জন কর্মীও আজ দায়িত্বে রয়েছেন। প্রতি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

Lok Sabha Election: ভাগ্যপরীক্ষা সম্বিত-ধর্মেন্দ্র-কানহাইয়ার, দেশের ৫৮ আসনে শুরু ভোটগ্রহণ

রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম রয়েছে এই দফায়। ৬ জেলার ৮টি কেন্দ্রের জন্য মোট ৮৯২টি কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের জন্য ২১৩, পূর্ব মেদিনীপুরের জন্য ২৩২, বাঁকুড়ার জন্য ১৭৩, ঝাড়গ্রামের জন্য ১২৮, পুরুলিয়ার জন্য ১৩২ এবং পূর্ব বর্ধমানের জন্য ১৪টি টিম রাখা হয়েছে। রাজ্যে ৮ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৯ জন প্রার্থী।