Lok Sabha Election: ‘হিন্দু ভোটারদের বাড়িতে আটকে রাখা হচ্ছে’, ঘটনাস্থলে যেতেই বিজেপির কৌস্তভকে তাড়া, গাড়ি ভাঙচুর

বিজেপি নেতা কৌস্তভ বাগচির গাড়ি ভাঙচুরের (Lok Sabha Election) অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ব্যারাকপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। কৌস্তভের অভিযোগ, ওই এলাকায়…

Koustav-Bagchi

বিজেপি নেতা কৌস্তভ বাগচির গাড়ি ভাঙচুরের (Lok Sabha Election) অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ব্যারাকপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। কৌস্তভের অভিযোগ, ওই এলাকায় হিন্দু ভোটাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। ঘটনাস্থলে যেতে হামলা চালায় তৃণমূলীরা।

কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচি বলেন, ব্যারাকপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর শেখ রাজার নেতৃত্বে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। হিন্দু ভোটারদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। ঘটনাস্থলে যেতেই কিছু দুষ্কৃতী আমাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। আমাদের মণ্ডল সভাপতির ওপর হামলা চালানো হয়।

   

কৌস্তভের কথায়, আমাকেও হেনস্তা করা হয়। নিরাপত্তারক্ষীদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা হয়। গাড়ি ভাঙচুর করা হয়। ওই এলাকায় কিছুক্ষণের মধ্যে আবারও যাবেন বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তভ। উল্লেখ্য, ব্যারাকপুর লোকসভা এলাকায় বাড়ি কৌস্তভের। বিজেপি হয়ে এবার রাজ্যজুড়েই প্রচার চালাচ্ছেন তিনি।

Locket VS Asima: উত্তপ্ত ধনেখালি, ‘চোরে’র পাল্টা ‘ডাকাত’! সম্মুখ সমরে লকেট-অসীমা

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ৬৭ শতাংশ বুথ স্পর্শকাতর। এই কেন্দ্রের বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ অর্জুন সিং। তৃণমূলের প্রার্থী নৈহাটির প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমিক। সিপিএমের টিকিটে ভোটে লড়ছেন অভিনেতা দেবদূত ঘোষ। আইএসএফ প্রার্থী জামির হোসেন।

আজ, সোমবার ২০ মে রাজ্যের ৭টি আসনে ভোটগ্রহণ (Lok Sabha Election)। কেন্দ্রগুলি হল – হুগলি জেলার হুগলি, আরামবাগ, শ্রীরামপুর; উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁ এবং হাওড়া জেলার হাওড়া ও উলুবেড়িয়া।

রাজ্যের এই ৭টি লোকসভা আসনে বুথের সংখ্যা ১৩ হাজার ৪৮১। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৭ হাজার ৭১১। অর্থাৎ, প্রায় ৫৬ শতাংশ। মোট মাইক্রো অবজার্ভার রয়েছেন – ১ হাজার ৩৫০ জন। পঞ্চম দফার ভোটে রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম রয়েছে বাংলায়। রাজ্যের ৭ কেন্দ্রে কুইক রেসপন্স টিমের সংখ্যা ৫৬৭। এর আগে কোনও দফায় এত সংখ্যক কুইক রেসপন্স টিম ছিল না।

Central Force: ফের শ্লীলতাহানির অভিযোগ! হুগলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে গাছে বেঁধে উত্তম-মধ্যম মার

স্পর্শকাতর বুথের সংখ্যা বেশি হওয়ায় এই দফায় কেন্দ্রীয় বাহিনীও বেশি থাকছে। পঞ্চম দফায় রাজ্যে রয়েছে ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে বুথে মোতায়েন রয়েছে ৬৫০ কোম্পানি বাহিনী। বাকিরা টহল দিচ্ছেন। এই দফায় রাজ্য পুলিশের সংখ্যা ২৫ হাজার ৫৯০।