তৃণমূলের সঙ্গে যোগসাজশ! বসিরহাটের অতিরিক্ত জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন

তৃণমূলের সঙ্গে (Lok Sabha Election) যোগসাজশের অভিযোগ! বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক দিব্যা লঙ্গানাথনকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। একই…

Dhivya Loganathan তৃণমূলের সঙ্গে যোগসাজশ! বসিরহাটের অতিরিক্ত জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন

তৃণমূলের সঙ্গে (Lok Sabha Election) যোগসাজশের অভিযোগ! বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক দিব্যা লঙ্গানাথনকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। একই সঙ্গে তাঁর পরবর্তী বদলি এমন জায়গায় করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তিনি লোকসভা নির্বাচনের সঙ্গে কোনওভাবে যুক্ত না থাকেন।

জাতীয় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বসিরহাটের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত জেলাশাসক) দিব্যা লঙ্গনাথনকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। অতিরিক্ত জেলাশাসকের পরবর্তী বদলি এমন জায়গায় করতে যাতে তিনি লোকসভা নির্বাচন সংক্রান্ত কোনও কাজের সঙ্গে জড়িত থাকতে না পারেন।

   

একই সঙ্গে নতুন অতিরিক্ত জেলাশাসক নিয়োগ করার কাজটিও দ্রুত সেরে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওই পদে কালে নিয়োগ করা যায়, সেই সংক্রান্ত প্যানেল আজ বেলা ৩টের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়কে জাতীয় নির্বাচন কমিশনে পাঠাতে হবে।

BJP: ৪০০ নয়, অনেক কম আসন পাচ্ছে বিজেপি! মন্তব্য খোদ কেন্দ্রীয় মন্ত্রীর

বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের প্রার্থিপদ নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্য বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ ছিল, নুরুল ইসলাম মনোনয়ন জমা দেওয়ার সময় নো-ডিউ সার্টিফিকেট জমা দেননি। অবিলম্বে তাঁর মনোনয়ন বাতিল করার হোক, এমনটাই দাবি তুলেছিল বিজেপি। তৃণমূল অবশ্য দাবি করে, বিজেপির অভিযোগের সারবত্তা নেই। 

পরবর্তীতে দেখা যায়, নির্বাচন কমিশন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের মনোনয়ন গ্রহণ করেছে। সূত্রের খবর, বসিরহাটের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত জেলাশাসক) দিব্যা লঙ্গনাথন নুরুল ইসলামের মনোনয়ন পত্র জমা নেন। নো-ডিউ সার্টিফিকেট নিয়ে প্রশ্ন উঠলেও তিনি প্রয়োজনীয় পদক্ষেপ না করে মনোনয়ন গ্রহণ করেন। ঠিক সেই কারণেই দিব্যা লঙ্গনাথনকে তাঁর পদ থেকে সরানো হয়েছে বলে খবর।

Amit Shah Attacks Mamata Banerjee: শুভেন্দুর বাড়িতে পুলিশি হানা, মমতাকে কী হুঁশিয়ারি অমিত শাহ-র?

এর আগে সোমবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে সরিয়ে দেয় কমিশন। নির্বাচনের সঙ্গে কোনও সম্পর্ক থাকবে না, এমন পদে তাঁকে বদলি করার নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার ২০১৬ ব্যাচের আইপিএস অফিসার সোনওয়ানে কুলদীপ সুরেশ সেই পদে বসানো হয়। তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ডিসি (সেন্ট্রাল) পদে কর্মরত ছিলেন।