Lok Sabha Election: সকাল সকাল ছাপ্পা দিচ্ছে তৃণমূল! চাঞ্চল্যকর অভিযোগ তারকেশ্বরে

সকাল সকাল ছাপ্পা ভোটের (Lok Sabha Election) অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হুগলি জেলার আরামবাগ লোকসভা কেন্দ্রের তারকেশ্বর বিধানসভার বামুনপাড়ার একটি বুথের ঘটনা। বিজেপি সমর্থকদের…

lok-sabha-election-allegations-of-rigged-votes-against-trinamool-congress-haldia

সকাল সকাল ছাপ্পা ভোটের (Lok Sabha Election) অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হুগলি জেলার আরামবাগ লোকসভা কেন্দ্রের তারকেশ্বর বিধানসভার বামুনপাড়ার একটি বুথের ঘটনা। বিজেপি সমর্থকদের অভিযোগ, সকাল সকাল ছাপ্পা ভোট দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভোটার সেজে বুথে ঢুকে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে। মানুষের সমর্থন নেই বলেই ছাপ্পা দিচ্ছে তৃণমূল। 

স্থানীয় এক বিজেপি নেতার অভিযোগ, সকাল সকাল তৃণমূলের হার্মাদ বাহিনী বুথে বুথে ভুল বোঝাচ্ছে। মহিলা ভোটারদের আটকানো হচ্ছে। দু’জায়গায় আটকানো হচ্ছে। ১৫৭ নম্বর বুথে ১৫০ মিটারের মধ্যে ওরা পুলিশ নিয়ে বসে আছে। ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার। তিনি বলেন, আমাকে আটকানোর জন্য তৃণমূল পরিকল্পনা করে এই ঘটনা ঘটাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। 

   

২০১৯ সালে সামান্য ভোটের ব্যবধানে এই আরামবাগ লোকসভা কেন্দ্রে জিতেছিলেন তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার। এবার এই কেন্দ্রে প্রার্থী পরিবর্তন করেছে তৃণমূল। শাসকদলের টিকিটে ভোটে লড়ছেন জেলা পরিষদের সদস্য মিতালি বাগ। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অরূপকান্তি দিগার। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী বিপ্লব কুমার মৈত্র।

Lok Sabha Election: বাজেয়াপ্ত ১৪৬২ কোটি! ভোটপর্বে ‘নিষিদ্ধ’ সামগ্রী উদ্ধারের তালিকায় শীর্ষে মোদী-রাজ্য গুজরাত

আজ, সোমবার ২০ মে রাজ্যের ৭টি আসনে ভোটগ্রহণ। কেন্দ্রগুলি হল – হুগলি জেলার হুগলি, আরামবাগ, শ্রীরামপুর; উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁ এবং হাওড়া জেলার হাওড়া ও উলুবেড়িয়া। রাজ্যের এই ৭টি লোকসভা আসনে বুথের সংখ্যা ১৩ হাজার ৪৮১। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৭ হাজার ৭১১। অর্থাৎ, প্রায় ৫৬ শতাংশ। মোট মাইক্রো অবজার্ভার রয়েছেন – ১ হাজার ৩৫০ জন।

পঞ্চম দফার ভোটে রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম রয়েছে বাংলায়। রাজ্যের ৭ কেন্দ্রে কুইক রেসপন্স টিমের সংখ্যা ৫৬৭। এর আগে কোনও দফায় এত সংখ্যক কুইক রেসপন্স টিম ছিল না।

Arjun Singh: ‘ভোটের আগের রাতে টাকা বিলি করেছেন তৃণমূল প্রার্থী’, বিস্ফোরক অভিযোগ অর্জুনের

স্পর্শকাতর বুথের সংখ্যা বেশি হওয়ায় এই দফায় কেন্দ্রীয় বাহিনীও বেশি থাকছে। পঞ্চম দফায় রাজ্যে রয়েছে ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে বুথে মোতায়েন রয়েছে ৬৫০ কোম্পানি বাহিনী। বাকিরা টহল দিচ্ছেন। এই দফায় রাজ্য পুলিশের সংখ্যা ২৫ হাজার ৫৯০।

পশ্চিমবঙ্গ সহ এদিন দেশের ৬ রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৪৯টি আসনে ভোটগ্রহণ। অমেঠি, রায়বেরিলির মতো কেন্দ্রেও ভোট হচ্ছে আজ। এই ৪৯টি আসনের মধ্যে ৩২টি বিজেপির দখলে রয়েছে। একমাত্র রায়বেরিলি কংগ্রেসের ঝুলিতে রয়েছে।

Abhishek Banerjee: বিনামূল্যে বছরে ১০টি সিলিন্ডার! বিরাট ঘোষণা অভিষেকের

পঞ্চম দফায় বিজেপি ৪০টি আসনে লড়লেও, কংগ্রেস মাত্র ১৮টি আসনে লড়ছে। বাকিগুলিতে লড়বে জোটসঙ্গীরা। সবচেয়ে কম আসনে ভোটগ্রহণ হচ্ছে পঞ্চম দফায়। ৪৯টি আসনে ভোটে লড়ছেন মোট ৬৯৫ জন প্রার্থী, এর মধ্যে ৮২ জন মহিলা।