ভোট প্রক্রিয়া শুরু, এদিকে নাক ডেকে ঘুমোচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান!

বিজেপিকে ভোট (Lok Sabha Election) দিতে বলা থেকে মহিলার শ্লীলতাহানি! আগের ছয় দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এমনই সব অভিযোগ উঠেছিল। যে কারণে বেশ কয়েকজন…

lok-sabha-election-allegation-of-sleeping-even-after-the-polling-started-dumdum-panihati

বিজেপিকে ভোট (Lok Sabha Election) দিতে বলা থেকে মহিলার শ্লীলতাহানি! আগের ছয় দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এমনই সব অভিযোগ উঠেছিল। যে কারণে বেশ কয়েকজন জওয়ানকে ভোটের কাজ থেকে সরিয়েও দেয় নির্বাচন কমিশন। সপ্তম দফায় এক জওয়ানের বিরুদ্ধে উঠল আরও চাঞ্চল্যকর অভিযোগ। ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেলেও ওই জওয়ান ঘুম থেকে ওঠেননি বলে অভিযোগ।

দমদম লোকসভার পানিহাটির ১৩১ নম্বর বুথের ঘটনা। বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টেদের উপস্থিতিতে মক পোলিং শুরু হলেও সেই সময় বুথে উপস্থিত ছিলেন না ওই জওয়ান। রীতিমতো আয়েশ করে ঘুমোচ্ছিলেন তিনি! সাংবাদিকদের ডাকে অবশ্য ঘুম ভাঙে তাঁর! যদিও ঘুমোনো নিয়ে প্রশ্ন করা হলে ক্যামেরার সামনে মুখ খোলেননি তিনি।

   

উত্তর ২৪ পরগনার দমদম রাজ্যের নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। এই কেন্দ্রে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন বিদায়ী সাংসদ সৌগত রায়। বিজেপি এই কেন্দ্রে টিকিট দিয়েছে প্রাক্তন বিধায়ক শীলভদ্র দত্তকে। আর বাম-কংগ্রেসের জোটের তরফে সিপিএমের টিকিটে এই কেন্দ্রে লড়ছেন সুজন চক্রবর্তী।

ভোট দিতে বাধা! অভিষেকের ‘খাসতালুকে’ ইভিএম জলে ফেললেন গ্রামবাসীরা

আজ, শনিবার সপ্তম দফায় রাজ্যের ৯ কেন্দ্রে নির্বাচন হচ্ছে। সেগুলি হল – বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে সব কটি আসনই তৃণমূলের ঝুলিতে গিয়েছিল। তৃণমূলের গড়ে এবার পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি। একই সঙ্গে হারানো জমি ফিরে পেতে তৎপর বামেরাও।

দক্ষিণবঙ্গের এই আসনগুলিতে লড়াই তাই হাড্ডাহাড্ডি। আগের দফাগুলিতে বিক্ষিপ্ত গন্ডগোল হওয়ার এবারে সতর্ক কমিশন। ভোট শান্তিপূর্ণ করতে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে শেষ দফার নির্বাচনে। সপ্তম দফার ৯ আসনে মোট বুথের সংখ্যা ১৭ হাজার ৪৭০টি। এর মধ্যে ৩ হাজার ৭৪৮টি বুথকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে।

গণনায় কারচুপি করে সিট দখল করার ছক কষছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ বিজেপি প্রার্থীর

বাংলায় এখন রয়েছে মোট ১০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে আজ, সপ্তম দফার ভোটে ব্যবহার করা হচ্ছে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে আইনশৃঙ্খলার দায়িত্বে। স্ট্রং রুমের নিরাপত্তার জন্য রয়েছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। স্ট্রং রুমের নিরাপত্তায় ১৩ হাজার পুলিশও মোতায়েন করা হয়েছে।

সপ্তম দফার ভোটে রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম রয়েছে বাংলায়। শনিবার রাজ্যের ৯ কেন্দ্রে কুইক রেসপন্স টিমের সংখ্যা ১৯৫৮। এর মধ্যে কলকাতায় থাকছে ৬০০ কুইক রেসপন্স টিম। এর আগে কোনও দফায় এত সংখ্যক কুইক রেসপন্স টিম ছিল না। কমিশনের দাবি, এবার মাত্র ১৫ মিনিটে স্পটে পৌঁছে যাবে কিউআরটি।

ব্যারিকেড টপকে সোজা মমতার সামনে হাজির মহিলা! কী করলেন মুখ্যমন্ত্রী?