Lok Sabha Election 2024: ভোটের কাজে অনুপস্থিত, ‘মৃত’ শিক্ষককে শোকজ প্রশাসনের

EVM

সামনেই লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। আর এক সপ্তাহ পরেই প্রথম দফার নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে ডান-বাম দলগুলি। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে অভিযোগ নতুন নয়। অনেক সময় দেখা যায়, ‘মৃত’ ব্যক্তিরা ভোট দিয়ে আসছেন! ভুতুড়ে সেই ভোট অনেকক্ষেত্রে ফলাফলও নির্ধারণ করে দেয়। কিন্তু তা বলে ‘মৃত’ ব্যক্তির নামে ভোটের ডিউটি। এখানেই শেষ নয়, প্রশাসনের নির্দেশিকা মেনে ভোটের ডিউটিতে অনুপস্থিত থাকায় একেবারে সটান শোকজ। চাঞ্চল্যকর এই ঘটনাটি উত্তরবঙ্গের কোচবিহারের।

কোচবিহার শহরের বাসিন্দা তথা সরস্বতী হিন্দি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতারাম রায় গত ২৫ ডিসেম্বর মারা যান। কিন্তু এবারের ভোটের ডিউটিতে তাঁর নাম রয়েছে। তাঁকে ফার্স্ট পোলিং অফিসারের ডিউটি দিয়েছে প্রশাসন। সেই ডিউটি যোগ না দেওয়ায় প্রশাসন আবার তাঁকে শোকজ চিঠিও পাঠিয়েছে। সেই চিঠি সরাসরি ওই শিক্ষকের বাড়িতে না গেলেও স্কুল পরিদর্শকের অফিসে এসেছে। ঘটনার কথা শুনে রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন মৃত শিক্ষকের বৃদ্ধা বাবা-মা।

   

মৃত শিক্ষকের পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁরা শোকজের চিঠি হাতে পাননি। তবে এসআই অফিসে ওই চিঠি এসেছে বলে জানতে পেরেছেন। প্রসঙ্গত, এবার সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট হওয়ার কথা। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে। দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল, তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন