Lok Sabha Election: ইভিএমের বোতাম টিপলেই ভোট যাচ্ছে বিজেপিতে! তুমুল চাঞ্চল্য নদিয়ায়

ফের ইভিএমে (Lok Sabha Election) কারচুপির অভিযোগ! বোতাম টিপলেই ভোট চলে যাচ্ছে বিজেপিতে, এই অভিযোগ ঘিরে সরগরম নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পলাশিপাড়া। পলশুণ্ডা-১ গ্রাম পঞ্চায়েতের…

EVM

ফের ইভিএমে (Lok Sabha Election) কারচুপির অভিযোগ! বোতাম টিপলেই ভোট চলে যাচ্ছে বিজেপিতে, এই অভিযোগ ঘিরে সরগরম নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পলাশিপাড়া। পলশুণ্ডা-১ গ্রাম পঞ্চায়েতের বারুইপাড়া শিশু শিক্ষা কেন্দ্র ৫৯ নম্বর বুথে এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ ওঠে। ভোটাররা চরম ক্ষোভপ্রকাশ করেন। এর জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। পরে অবশ্য নতুন ইভিএম এনে ভোট শুরু হয়।

ওই বুথের ভোটারদের অভিযোগ, ইভিএমের তিন নম্বরে তৃণমূলের চিহ্নে বোতাম টিপলে দু’নম্বরে বিজেপির প্রতীকে ভোট চলে যাচ্ছে। প্রথম থেকে ভোট গ্রহণ শুরু করার দাবি তোলেন তাঁরা। অবশেষে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। নির্বাচন কমিশন থেকে নতুন ইভিএম মেশিন পাঠানো হয়। সেই মেশিয়ে পুনরায় প্রথম থেকে ভোটগ্রহণ শুরু হয়। আপাতত ওই বুথে শান্তিপূর্ণভাবে ভোট চলছে।

   

পলাশিপাড়া বিধানসভাটি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে অন্তর্গত। এই কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা রায়। তৃণমূল প্রার্থী করেছে এই কেন্দ্রের ‘বহিষ্কৃত’ সাংসদ মহুয়া মৈত্রকে। আর বাম-কংগ্রেস জোটের টিকিটে ভোটে লড়ছেন সিপিএম প্রার্থী এস এস সাদি।

লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। ভোট চলছে বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর এবং আসানসোলে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

Sujata-Swastika: সুজাতার পর স্বস্তিকা, বউদের দলবদলে গরম বঙ্গ রাজনীতি

এদিন গোটা দেশের ১০টি রাজ্যের মোট ৯৬টি আসনে ভোট হচ্ছে। এই আসনগুলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭১৭ জন প্রার্থী।

এই দফায় উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন – বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী, বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান (ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা), বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, আসানসোলের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা।

‘শাহজাদার বয়সের থেকেও কম আসন পাবে কংগ্রেস’, ভবিষ্যৎবাণী মোদীর