Lok Sabha Election: মহিলাকে জড়িয়ে ধরে চুম্বন! ভোটের কাজ থেকে সরানো হল BSF জওয়ানকে

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরে চুম্বনের অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। একই সঙ্গে অশালীন ইঙ্গিতের অভিযোগ। এই ঘটনায় (Lok Sabha Election) কড়া পদক্ষেপ করল কমিশন। আজ,…

bsf

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরে চুম্বনের অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। একই সঙ্গে অশালীন ইঙ্গিতের অভিযোগ। এই ঘটনায় (Lok Sabha Election) কড়া পদক্ষেপ করল কমিশন। আজ, সোমবার ওই বিএসএফ জওয়ানকে ভোটের কাজ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।

এই ঘটনাটি উলুবেড়িয়া লোকসভার কুলগাছিয়া। ওই জওয়ানের বিরুদ্ধে বিএসএফের তরফে বিশেষ তদন্ত করা হতে পারে বলে খবর। ইতিমধ্যেই ওই জওয়ানের বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় এফআইআর দায়ের হয়েছে। মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

   

ওই মহিলার অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে, রবিবার সকাল ৬টা নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। সেই সময় রাস্তা প্রায় ফাঁকা ছিল। আচমকাই উর্দিধারী অভিযুক্ত বিএসএফ জওয়ান তাঁকে লক্ষ্য করে অশ্লীল ইঙ্গিত করেন। কুপ্রস্তাবও দেন। প্রতিবাদ করেন ওই মহিলা।

Arjun Singh: ‘ভোটের আগের রাতে টাকা বিলি করেছেন তৃণমূল প্রার্থী’, বিস্ফোরক অভিযোগ অর্জুনের

অভিযোগ, সেই সময় আচমকা ওই মহিলাকে জড়িয়ে ধরেন বিএসএফ জওয়ান। ছুটে পালাতে গেলে তাঁকে জোর করে ধরে চুমুও খেয়ে নেন বলে অভিযোগ। তারপর ওই মহিলা ভয়ে চিৎকার শুরু করেন। সেই চিৎকার শুনেই কিছু লোকজন ছুটে এসে ওই বিএসএফ জওয়ানকে ধরে ফেলেন।

চাঞ্চল্যকর এই ঘটনার খবর পেয়ে এলাকায় আসে উলুবেড়িয়া থানার পুলিশ। ঘটনাস্থল থেকেই ওই জওয়ানকে ধরে নিয়ে যায় তারা। ইতিমধ্যেই ওই মহিলা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

Lok Sabha Election: ভাগ্যপরীক্ষা অর্জুন-কল্যাণ-রচনার, পঞ্চম দফায় রাজ্যে রেকর্ড সংখ্যক স্পর্শকাতর বুথ

অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানি, জোর করে আটকে রাখা এবং হুমকি দেওয়ার অভিযোগে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

আজ, সোমবার ২০ মে রাজ্যের ৭টি আসনে ভোটগ্রহণ (Lok Sabha Election)। কেন্দ্রগুলি হল – হুগলি জেলার হুগলি, আরামবাগ, শ্রীরামপুর; উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁ এবং হাওড়া জেলার হাওড়া ও উলুবেড়িয়া।

Dilip Ghosh: ‘মৌলবীদের দিয়ে তো রাজনীতি করান, সাধু-সন্ন্যাসীদের বাধা কোথায়?’ মমতাকে তোপ দিলীপের

রাজ্যের এই ৭টি লোকসভা আসনে বুথের সংখ্যা ১৩ হাজার ৪৮১। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৭ হাজার ৭১১। অর্থাৎ, প্রায় ৫৬ শতাংশ। মোট মাইক্রো অবজার্ভার রয়েছেন- ১ হাজার ৩৫০ জন।