১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Lok Sabha Election 2024)। এছাড়াও সাড়ে ৪ হাজার রাজ্য পুলিশ। ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কোচবিহারে এই বিপুল পরিমাণ নিরাপত্তা কর্মীকে মোতায়েন করেছিল নির্বাচন কমিশন। কিন্তু তা সত্ত্বেও হিংসা এড়ানো গেল না। সকাল থেকেই কোচবিহারের এ প্রান্ত থেকে ও প্রান্তে গন্ডগোলের খবর মিলেছে।। কোথাও বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন। আবার কোথাও তৃণমূলের ব্লক সভাপতির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
শীতলকুচিতে অস্ত্র হাতে বিজেপি কর্মীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সকাল সকাল ভোট দিতে যাচ্ছিলেন এক বিজেপি কর্মী। মাঝরাস্তায় তাঁকে মারধর করে বাড়ি পাঠিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ বিজেপির। আক্রান্ত বিজেপি কর্মী বলেন, আমি ভোট দিতে যাওয়ার সময় তৃণমূলের ৪০-৫০ জন কর্মী মাঝরাস্তায় আমার ওপর হামলা চালায়। মাথায়, গায়ে আঘাত লাগে। কোনওক্রমে পালিয়ে প্রাণে বাঁচি।
একুশের বিধানসভা নির্বাচনেও রক্ত ঝড়েছিল কোচবিহার লোকসভা অন্তর্গত শীতলকুচিতে। কেন্দ্রীয় বাহিনী বিরুদ্ধে গুলি চালানো অভিযোগ উঠেছিল সেবার। ভোটের লাইনে দাঁড়িয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণহানির ঘটনা ঘটে। প্রাণ হারিয়েছিলেন মোট ৪ জন। সেই ঘটনার কথা মাথায় রেখে এবার প্রথম থেকেই শীতলকুচি নিয়ে সতর্ক ছিল কমিশন। তবে সমস্ত রকম প্রস্তুতি সত্ত্বেও এড়ানো গেল না অশান্তি। ফের রক্ত ঝড়ল শীতলকুচিতে।
কোচবিহার কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৯ লক্ষ ৬৬ হাজার ৮৯৩ জন। এই কেন্দ্র থেকে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন – নিশীথ প্রামানিক (বিজেপি), জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া (তৃণমূল), পিয়া রায়চৌধুরী (কংগ্রেস), নীতিশচন্দ্র রায় (ফরওয়ার্ড ব্লক)। এই কেন্দ্রে ১১২ কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কোচবিহারের ২০৪৩টি বুথের মধ্যে ১৯৬টি বুথকে সংবেদনশীল হিসেবে ঘোষণা করেছে কমিশন।