Lok Sabha Election 2024 : ভোটপ্রচারে বেরিয়ে তরুণীকে ‘চুম্বন’ মালদহ উত্তরের বিজেপি প্রার্থীর!

Maldah BJP MP Khagen Murmu

লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) প্রচারে বেরিয়ে কেউ ক্রিকেট খেলছেন, কেউ ঘুগনি খাচ্ছেন, আবার কেউ সেলুনে ঢুকে চুল কাটছেন। বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে এমনই নানা কার্যকলাপে মেতে বাম-ডান শিবিরের প্রার্থীরা। কিন্তু তা বলে তরুণীকে চুম্বন কিংবা মহিলার পিঠে হাত! ভোটের প্রচারে বেরিয়ে এমনই কাণ্ড ঘটিয়েছেন মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী খগেন মুমু। তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে খগেনের প্রচারের ছবি শেয়ার করে এই অভিযোগ তুলেছে। 

সোমবার চাঁচলের সিহিপুর গ্রামে ভোটপ্রচারে বেরিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। প্রচারের মাঝেই জনসংযোগে মেতে উঠেছিলেন মালদহ উত্তরের বিদায়ী সাংসদ খগেন। ভাইরাল হয় তাঁর প্রচারের কিছু বিতর্কিত ছবি। মঙ্গলবার সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপির বিরুদ্ধে সরব হয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের তরফে কয়েকটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘এভাবেই নারীদের সম্মানে ব্যস্ত মোদীর পরিবার।’

   

এক্স হ্যান্ডেলে তৃণমূলের তরফে আরও লেখা হয়েছে, ‘আপনি যা দেখেছেন তা যদি বিশ্বাস করতে না পারেন, তবে আমরা বলে দিচ্ছি। হ্যাঁ, ইনি বিজেপি সাংসদ ও মালদহ উত্তরের প্রার্থী খগেন মুর্মু। ভোটের প্রচারের বেরিয়ে এক মহিলাকে চুমু খাচ্ছেন তিনি। নারী কুস্তিগীরদের যৌন হয়রানিতে অভিযুক্ত সাংসদ থেকে শুরু করে বাঙালি নারীদের নিয়ে অশ্লীল গান গাওয়া নেতা, বিজেপি শিবিরে নারীবিরোধী রাজনীতিবিদদের কোনও অভাব নেই।’ 

বিজেপির উদ্দেশ্যে তৃণমূলের কটাক্ষ, কল্পনা করুন এঁরা ক্ষমতায় এলে কী হবে! এদিকে প্রচারের বিতর্কিত ছবি ভাইরাল হতেই তৃণমূল পাল্টা নিশানা করেছেন মালদহ উত্তরের বিদায়ী সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন, ওটাই তো তৃণমূলের সংস্কৃতি। বাচ্চাদের সবাই আদর করে। ওই মেয়েটি আমার পূর্বপরিচিত। ওই সময় মেয়েটির সঙ্গে তার বাবা-মাও ছিল। তৃণমূল সেই ছবি ফেসবুকে ভাইরাল করে আসলে নারী জাতিকে অসম্মান করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে মেয়েটিকে খগেন চুম্বন করেছেন তিনি নার্সিংয়ের ছাত্রী। তাঁর ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় তিনি অত্যন্ত অসন্তষ্ট এবং অপমানিত হয়েছেন। গোটা বিষয়টি নিয়ে নির্বাচনের কমিশনের দ্বারস্থ হতে পারেন মালদহের ওই নার্সিং পড়ুয়া। এদিকে তৃণমূলের স্থানীয় এক নেতা জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়।   

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন