Locket VS Asima: উত্তপ্ত ধনেখালি, ‘চোরে’র পাল্টা ‘ডাকাত’! সম্মুখ সমরে লকেট-অসীমা

ভোটগ্রহণের দিন দফায় দফায় তপ্ত হুগলি লোকসভা কেন্দ্র। সকাল থেকেই ময়দানে দাপাচ্ছেন বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। তৃণমূল কংগ্রেসকে অল-আউট অ্যাটাকের মুড নিয়েই হুগলি…

locket chaterjee chor chor slogan asima patra lok sabha election 2024 , ধনেখালি লকেট অসীমা লোকসবা ভোট ২০২৪

ভোটগ্রহণের দিন দফায় দফায় তপ্ত হুগলি লোকসভা কেন্দ্র। সকাল থেকেই ময়দানে দাপাচ্ছেন বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। তৃণমূল কংগ্রেসকে অল-আউট অ্যাটাকের মুড নিয়েই হুগলি লোকসভার বিভিন্ন বুথ বুথে ঘুরছেন তিনি। বেলা বাড়তেই এ দিন লকেট পৌঁছে যান ধনেখালিতে। ওই অঞ্চলেই তখন ছিলেন স্থানীয় বিধায়ক তৃণমূলের অসীমা পাত্র। লকেটকে দেখেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ।

তৃণমূল কর্মী, সমর্থকরা বিদায়ী বিজেপি সাংসদকে দেখেই ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। বলেন ‘লকেট গো-ব্যাক’। এতে গলা মেলান তৃণমূল বিধায়ক অসীমা পাত্রও। পাল্টা ‘চোর’ স্লোগান তোলেন বিজেপি কর্মীরাও। শোনা যায় ‘জয় শ্রীরাম’ ধ্বনিও।

   

Mamata Banerjee: বিরাট বিপদে মমতা বন্দ্যোপাধ্যায়! মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠালেন কার্তিক মহারাজ

অভিযোগ, বুথে ঢোকার আগে রাস্তাতেই লকেটকে ঘিরে ধরেন তৃণমূল কর্মী, সমর্থকরা। ছাড়বার পাত্রী নন বিজেপির লকেট চট্টোপাধ্যায়ও। প্রথমে তৃণমূলের কর্মীদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি।

পরিস্থিতি ক্রমশ গরম হতে থাকে। একসময় লকেট চট্টোপাধ্যায়কেও পাল্টা স্লোগান দিতে দেখা যায়। তৃণমূলের ‘চোর-চোর’ স্লোগানের পাল্টা বিজেপির বিদায়ী সাংসদকে বলতে শোনা যায় ‘অসীমা চোর, তৃণমূল ডাকাত’।

তৃণমূলের স্থানীয় বিধায়ক অসীমা পাত্র বলেন, ‘ওনারাই তো ডাকাত। এখানে এসে নাটক করছেন কেন? ভালভাবে ভোট হচ্ছে দেখে এসেছেন ঝামেলা করতে। এতদিনে একবারও আসেননি। ওরা আমাদের দলের বুথ ক্যাম্প ভাঙচুর করেছে। কেন ক্যাম্প ভাঙচুর করা হল?’ 

PM Modi: ‘মোদীকেই প্রধানমন্ত্রী দেখতে চাই’, ভোট দিয়ে বললেন রাম মন্দিরের প্রধান পুরোহিত

জবাবে লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘আসল জায়গায় পা দিয়েছি, তাই এত রাগ তৃণমূলের লোকেদের।’

দুই দলের স্লোগান, পাল্টা স্লোগানে চূড়ান্ত উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় ধনেখালিতে। এই আবহে সাধারণ ভোটাররা কীভাবে ভয়মুক্ত হয়ে ভোট দিতে আসবেন তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। পরে ঘটনাস্থলে আসে  কেন্দ্রীয় বাহিনী।