ফের সপ্তাহ শেষে যাত্রী ভোগান্তির আশঙ্কা! বাতিল একাধিক লোকাল ট্রেন

হাওড়া শাখায় আগামী শনি এবং রবিবার বাতিল থাকছে একগুচ্ছ ট্রেন(Trains Cancelled)। রেলের তরফে এই খবর জানানো হয়েছে যে লাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য সপ্তাহের শেষে হাওড়া…

local train

হাওড়া শাখায় আগামী শনি এবং রবিবার বাতিল থাকছে একগুচ্ছ ট্রেন(Trains Cancelled)। রেলের তরফে এই খবর জানানো হয়েছে যে লাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য সপ্তাহের শেষে হাওড়া শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

রেলের বিরাট ধামকা! ছুটির মরশুমে এখন উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ

   

ফের একবার ৩ অর্থাৎ শনিবার এবং ৪রবিবার আগস্ট হাওড়া শাখায় ট্রেন বাতিলের কথা জানিয়েছে পূর্ব রেল। বর্ধমান-হাওড়া কর্ড সেকশনে চেরাগ্রামে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। সেই কারণে শনি ও রবিবার বাতিল হয়েছে একাধিক ট্রেন। রেলের (Indian Railways) তরফ থেকে জানানো হয়েছে, মূলত ট্রাফিক ও পাওয়ার ব্লকের কাজের জন্যই ব্যাহত হবে ট্রেন পরিষেবা। বর্ধমান থেকে ইএমইউ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ৩ তারিখ। এছাড়াও জানানো হয়েছে, কর্ড লাইনের বদলে বর্ধমান-বান্ডেল লাইন দিয়ে চলবে ১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস ও ১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদাহ পদাতিক এক্সপ্রেস।

কেন্দ্রীয় আইনে না! বিধানসভায় ধ্বনি ভোটে পাশ ন্যায় সংহিতা বিরোধী প্রস্তাব

রেলের তরফে জানানো হয়েছে যে, এদিন হল্ট দিয়ে নিয়ন্ত্রণ করা হবে কিছু দূরপাল্লার ট্রেনকে। যে ট্রেনগুলি লেটে চলবে সেগুলি হল- ১৩১৪৮ বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস (৫০মিনিট), ১২৩০৮ যোধপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস (১৫ মিনিট), ১২৩৪৪ হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল (১০ মিনিট)। ব্লক উঠে যাওয়ার পর ডাউন লাইনে ছেড়ে দেওয়া হবে ১৩১৪৮ বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেসকে।