রক্ষণাবেক্ষণের কাজের জেরে বাতিল একাধিক লোকাল ট্রেন, রইল তালিকা

শনি ও রবিবার দমদম স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য বাতিল করা হয়েছে একাধিক শিয়ালদহ শাখার লোকাল ট্রেন (Local Train)। আগেই রেলের তরফে জানানো হয়েছিল এই শনি…

রক্ষণাবেক্ষণের কাজের জেরে বাতিল একাধিক লোকাল ট্রেন, রইল তালিকা

শনি ও রবিবার দমদম স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য বাতিল করা হয়েছে একাধিক শিয়ালদহ শাখার লোকাল ট্রেন (Local Train)। আগেই রেলের তরফে জানানো হয়েছিল এই শনি (৫ জুলাই, ২০২৫) এবং রবিবার (৬ জুলাই, ২০২৫) এই দুই দিন নির্দিষ্ট কিছু সময়ে পরিষেবা আংশিকভাবে স্থগিত থাকবে। তবে ট্রেন বাতিলের খবরে উদ্বেগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিদিনকার যাত্রীদের।

রেলের দাবি অনুযায়ী, পূর্ব রেল তাদের ওয়েবসাইট ও স্টেশনগুলিতে আগাম বিজ্ঞপ্তি জারি করে বাতিল ট্রেনের তালিকা প্রকাশ করেছে। কিন্তু তা সত্ত্বেও, একাধিক নিত্যযাত্রী জানিয়েছেন, তারা সমস্যায় পড়েছেন কারণ সকলেই আগাম তথ্য পাননি। বাতিল ট্রেনের (Local Train) ফলে যাত্রীদের বিকল্প পরিবহনের খোঁজ করতে হচ্ছে বা অন্য ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যাচ্ছে স্টেশনে।

   

বাতিল ট্রেনের (Local Train) তালিকা:
শনিবার (৫ জুলাই, ২০২৫):

আপ ৩২২৪৯ শিয়ালদহ-ডানকুনি লোকাল

ডাউন ৩২২৫২ ডানকুনি-শিয়ালদহ লোকাল

রবিবার (৬ জুলাই, ২০২৫):

আপ: ৩৩৬৫১, ৩৩৬৫৩ (শিয়ালদহ-হাবরা)

ডাউন: ৩৩৬৫২, ৩৩৬৫৪ (শিয়ালদহ-হাবরা)

ডাউন: ৩৩৬১২ (শিয়ালদহ-দত্তপুকুর)

আপ: ৩৩৮১১, ৩৩৮১৭ (শিয়ালদহ-বনগাঁ)

ডাউন: ৩৩৮২৪, ৩৩৮২৬ (শিয়ালদহ-বনগাঁ)

আপ: ৩৩৪৩১, ডাউন: ৩৩৪৩২ (শিয়ালদহ-বারাসত)

আপ: ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯ (শিয়ালদহ-ডানকুনি)

Advertisements

ডাউন: ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০ (শিয়ালদহ-ডানকুনি)

ডাউন: ৩১৩১২ (শিয়ালদহ-কল্যাণী সীমান্ত)

আপ: ৩১৪১১, ৩১৪১৫, ডাউন: ৩১৪১২, ৩১৪১৪, ৩১৪২২ (শিয়ালদহ-নৈহাটি)

আপ: ৩৪১১৭ (বজবজ-শিয়ালদহ কোমাগাটা মারু)

আপ: ৩১১৯১ (নৈহাটি-কল্যাণী সীমান্ত)

আপ: ৩৪৯৩৫, ডাউন: ৩৪৯১৪ (লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখা)

রেলের তরফে জানানো হলেও সকালের ব্যস্ত সময়ে স্টেশনগুলিতে যাত্রীদের জমায়েত শুরু হয়েছে। ট্রেন (Local Train) বাতিলের কারণে একাধিক যাত্রীকে বিকল্প ট্রেন ধরতে হয়েছে, ফলে বাদুড়ঝোলা ভিড়ের সৃষ্টি হয়। কিছু যাত্রী জানিয়েছেন, নিয়মিত যাত্রা করার ট্রেনটি বাতিল হওয়ায় গন্তব্যে পৌঁছতে হয়েছে দেরিতে বা অন্য রুট ঘুরে পৌঁছাতে হয়েছে বাড়তি খরচ ও সময় ব্যয় করে।

রেলের এক আধিকারিক বলেন, “দমদমে জরুরি ট্র্যাক ও সিগন্যাল মেইনটেন্যান্সের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই কাজ করা হচ্ছে। ট্রেন (Local Train) বাতিলের বিষয়টি আগাম জানানো হয়েছে।”

তবে অনেক যাত্রী বলছেন, “যারা অ্যাপে ট্রেন টাইম দেখে চলেননি, তাঁদের অনেকেই স্টেশনে এসে জানতে পারছেন যে ট্রেন বাতিল। এটা বড় সমস্যা।”

যাত্রীদের জন্য পরামর্শ:
যাত্রা শুরুর আগে অবশ্যই ট্রেনের টাইমিং চেক করে বেরোন।

ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও NTES অ্যাপে সর্বশেষ আপডেট দেখুন।

প্রয়োজনে মেট্রো বা বাস রুট ব্যবহার করে বিকল্প পরিকল্পনা রাখুন।