Purba Bardhaman: প্রেমিকের আত্মহত্যা লাইভ ভিডিও দেখল প্রেমিকা

প্রেমিকাকে ফেসবুক মেসেঞ্জারে আত্মহত্যার ভিডিও পাঠিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক যুবক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনা থানার অন্তর্গত দীঘিপাড় এলাকার। মৃত যুবকের…

short-samachar

প্রেমিকাকে ফেসবুক মেসেঞ্জারে আত্মহত্যার ভিডিও পাঠিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক যুবক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনা থানার অন্তর্গত দীঘিপাড় এলাকার। মৃত যুবকের নাম সুব্রত বিশ্বাস। মৃত যুবকের পরিবারের তরফে জানা গেছে, কাছরাপাড়া এলাকার একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল সুব্রত বিশ্বাসের। মেয়েটির বাড়িতে যাতায়াত ছিল সুব্রতর।

   

জানা যাচ্ছে, আগামী শনিবার অফিস থেকে ফিরে‌ তার বিয়ে করারও কথা ছিল একটি মন্দিরে। আর তার মধ্যেই গতকাল রবিবার রাতে মেয়েটির সাথে ঝামেলা অশান্তির জেরে এমন কাজ করেছে বলে অনুমান।

আরও জানা গেছে, মৃত্যুর আগে প্রেমিকাকে গলায় ফাঁস দিয়ে ভিডিও পাঠিয়েছিলেন তিনি। সোমবার সকালে মৃতদেহ উদ্ধার করে কালনা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত করে ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

মৃত যুবকের বাবা বলছেন, ” তিনি জানতেনই না যে তার ছেলের কোনো সম্পর্ক রয়েছে। এমনকি তারা যে বিয়ে করবে সেই কথাও জানতেন না‌ তিনি। আমাকে ছেলে কখনও কিছু জানায়নি। অফিসে কাজ করত সেখানেই থাকত। রবিবার করে বাড়ি আসত। ফোনে মাঝেমধ্যে কথা হত। এই ঘটনার পর ফোন দেখে আমি জানতে পারি। কীসের জন্য ছেলেটা চলে‌ গেল সেই সত্যটা সামনে আসার প্রয়োজন আছে। “

এই ঘটনা প্রসঙ্গে মৃত যুবকের দাদা‌ জানান, তার বন্ধুরা জানত এই সম্পর্কের কথা । রাতে মেয়েটির সাথে কথা হয়েছে বলেও দাবি করেন তার বন্ধুরা। আত্মঘাতীর সময় ছেলেটি কালনার তার বসত বাড়িতে‌ ছিল। রাতে তর্কাতর্কির পর সুইসাইড অ্যাটাম্পপ্ট করে ভিডিও করে পাঠান। রাতে ওই মৃত যুবকের ঘরের লাইট জ্বলছে দেখে গিয়ে তাকে আত্মঘাতী অবস্থায় দেখতে পায় তারা বাড়ির সদস্য।