অসহায় রোগীদের কথা ভাবুন! মমতার সুরেই চিকিত্সকদের বার্তা মীনাক্ষীর

দল-মত আলাদা হলেও আরজি কর (R.G.Kar case) কাণ্ডে একই সুর শোনা গেল মমতা (Mamata Banerjee) ও মীনাক্ষীর (Minakhshi Mukherjee) গলায়। গত বুধবার বিক্ষোভরত চিকিত্সকদের প্রতিবাদের…

minakhsi mukherjee urges doctors to start health service amid patient death rising

দল-মত আলাদা হলেও আরজি কর (R.G.Kar case) কাণ্ডে একই সুর শোনা গেল মমতা (Mamata Banerjee) ও মীনাক্ষীর (Minakhshi Mukherjee) গলায়। গত বুধবার বিক্ষোভরত চিকিত্সকদের প্রতিবাদের পাশাপাশি রোগী পরিসেবা চালু রাখার আহ্বান জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার একই সুর শোনা গেল বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গলায়। এদিন তিনি বলেন, ‘‘প্রান্তিক অংশের মানুষ সরকারি হাসপাতালের উপর নির্ভর করেন। আমরা আবেদন করব, তাঁদের পরিষেবার বিষয়টি যাতে চিকিৎসকেরা ভেবে দেখেন। আন্দোলন জারি থাকুক, তারসঙ্গে চিকিত্সার দিকটাও ভেবে দেখার আবেদন করব।’’

আরজি কর গুন্ডামির জায়গা নয়, ‘রাম-বাম’ জোটকে তীব্র হুঙ্কার মমতার

   

বুধবার চিকিত্সকদের প্রতি কাতর আর্জিতে পরিসেবা চালু করার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে চিড়ে ভেজেনি। এবার মীনাক্ষীদের আবেদনে কতটা কাজ দেয় সেটাই দেখার। কারণ চিকিত্সকদের কর্মবিরতিতে ইতিমধ্যেই পাঁচ জনের ওপর রোগী মারা গিয়েছে রাজ্যে। তাই স্বাস্থ্য পরিসেবা নিয়ে ক্রমাগত চাপ বাড়ছে রাজ্যের ওপর। এমন অবস্থায় রাজনৈতিক মহল থেকে কর্মবিরতি প্রত্যাহারের আবেদন আন্দোলনকারীদের কতটা প্রভাবিত করে সেদিকে তাকিয়ে রাজ্য।

আরজি কর কাণ্ডের বিরুদ্ধে গর্জন রাজ্যজুড়ে, ধিক্কার KKR অধিনায়কের

অন্যদিকে, শুক্রবার ডোরিনা ক্রসিংয়ের মঞ্চ থেকে আরজি কর কাণ্ডে রাম-বাম জোটকে তীব্র আক্রমণ করেন মমতা। বাম-বিজেপির ‘অতিসক্রিয়তা’কে চক্রান্ত আখ্যা দিয়ে ওই দুইদলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের ডাক দিলেন তিনি। আরজি করে বুধবার রাতে সিপিএম ভাঙচুর করেছে বলে দাবি করেন মমতা। তিনি বলেন, “আরজি করে সিপিএম বিজেপি ভাঙচুর করেছে। সিসিটিভি ভেঙে দিয়েছেন, হাসপাতাল ভেঙে দিয়েছেন। হাসপাতাল তৈরির টাকা কী আপনারা দেবেন? হাসপাতাল গুন্ডামি করার জায়গা নয়। আমরাও চাই অপরাধীর ফাঁসি চাই।”