Weather Update: বর্ষা ভুলে ভাদ্রের রূপ দেখাতে প্রস্তুত আবহাওয়া

বৃষ্টি গিয়েছে বাদল তলায়। এবার গোটা বাংলা জুড়ে চলবে সূর্যের দৌরাত্ম। কমবে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও রাজ্যে বেশ কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভবনা নেই

Rain Expected in North Bengal

বৃষ্টি গিয়েছে বাদল তলায়। এবার গোটা বাংলা জুড়ে চলবে সূর্যের দৌরাত্ম। কমবে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও রাজ্যে বেশ কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে , চলতি সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এবং নদিয়ায় অতি সামান্য বৃষ্টি হওয়ার সম্ভবনা।

তবে বৃষ্টির দেখা মিলবে না কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। কলকাতার পাশাপাশি দক্ষিণে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। গত তিন দিন থেকে দক্ষিণবঙ্গ থেকে সরেছে বৃষ্টি। আজ থেকে তাপমাত্রার পারদ বাড়বে। এরসঙ্গেই থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। ফলে গরমে অস্বস্তিতে পড়বে দক্ষিণবঙ্গবাসী। রাজ্য জুড়ে বাড়বে গরম। আগামী কয়েকদিন বর্তায়মান থাকবে এই তাপমাত্রা।

Advertisements

উত্তরবঙ্গবাসীর স্বস্তি। নেই ভারী বৃষ্টির সম্ভবনা।কমবে বৃষ্টির পরিমাণ। উপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।