গাজা-ইসরায়েল ইস্যুতে সরব বাম, ‘স্বাভাবিক পশ্চাতপক্কতা’ বলে কটাক্ষ তথাগতের

রাজনৈতিক মঞ্চে তিনি সরব হয়েছেন বার বার (Tathagata)। কখনো মমতা কখনো জ্যোতি বসুকে কটাক্ষ করে উঠে এসেছেন বিতর্কের শীর্ষে। তিনি আর কেউ নন বিজেপির বর্ষীয়ান…

tathagata

রাজনৈতিক মঞ্চে তিনি সরব হয়েছেন বার বার (Tathagata)। কখনো মমতা কখনো জ্যোতি বসুকে কটাক্ষ করে উঠে এসেছেন বিতর্কের শীর্ষে। তিনি আর কেউ নন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। আরও একবার তথাগত তার এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করে বামেদের কটাক্ষ করেছেন। পহেলগাঁও জঙ্গি হামলার পরে সিন্ধু জল চুক্তি স্থগিত করে ভারত।

পাকিস্তানের সাধারণ মানুষের কষ্টে তখন বুক ফেটেছিল বামেদের। কলকাতার রাজপথে মিরাতুন নাহারের মত তথাকথিত বুদ্ধিজীবীর হাত ধরে মিছিল করে বামেরা। তখনও সরব হয়েছিলেন তথাগত। এখন বামেদের ভীষণ কষ্ট গাজায় ইসরায়েল হামলা নিয়ে। গাজ়ায় ইজ়রায়েলের হামলার প্রতিবাদে মুম্বইয়ের আজাদ ময়দানে প্রতিবাদ সভার আয়োজন করতে চেয়েছিল এআইপিএসএফ (অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি ফাউন্ডেশন)। কিন্তু অনুমোদন দেয়নি মুম্বই পুলিশ।

   

এর পরেই মুম্বই পুলিশের বিরুদ্ধে আদালতে যায় সিপিআইএম। এই ঘটনাকে কেন্দ্র করেই আবারও সরব হয়েছেন বিজেপির এই বর্ষীয়ান নেতা। তিনি বলেছেন, “এই ঘটনা প্রথম নয় এবং এই ঘটনা বামেদের স্বাভাবিক পশ্চাতপক্কতার পরিচয় মাত্র।” তিনি আরও বলেছেন যে বামেরা ভিন্ডি বাজার-মাহীমের মুসলমান ভোট ধরার প্রাণপণ চেষ্টা করে চলেছে।

তিনি তার হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন যে ঘোলা জলে মাছ ধরার পরিকল্পনা থাকলেও তা কখনোই সম্ভব নয়। সুপ্রিম কোর্টে গেলেও মামলার শুনানিতে বিচারপতি রবিশঙ্কর ঘুঘে এবং বিচারপতি গৌতম আঙ্কাদের ডিভিশন বেঞ্চ বলেছে , “আপনারা গাজ়া আর প্যালেস্টাইন নিয়ে ভাবছেন। কিন্তু নিজের দেশের দিকে তাকান। দেশপ্রেমী হোন।”

সুপ্রিম কোর্ট বামেদের ভর্ৎসনা করে আরও বলেছেন দেশের ইস্যু নিয়ে সরব হন। এই ইস্যুতে তথাগতের অকাট্ট যুক্তি প্রমান করে ভোট বড় বালাই। রাজনৈতিক ঘোলা জলে মুসলিম ভোটব্যাংক হাতাতে পারলে কেল্লা ফতে। কিন্তু তথাগত তার পোস্টে স্পষ্ট করেছেন যে এই অভিসন্ধি কোনো কাজে আসবে না বামেদের।

Advertisements

তাদের রাজনৈতিক অভিসন্ধি সম্পর্কে সকলেই বুঝে গেছেন এত দিনে। তাই তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে সিপিএম কে স্পষ্ট বার্তা দিয়েছেন যে পশ্চাৎপক্কতা না দেখিয়ে দেশের ইস্যু গুলো নিয়ে সরব হন তাতে যদি কিছুটা মান বাঁচে।

ভারতে লঞ্চ হল Piaggio-র একজোড়া ইলেকট্রিক অটো, দাম ৩.৩০ লাখ থেকে শুরু

এমনিতেই পাকিস্তানের সাধারণ মানুষের কষ্টে মিছিল করে আগেই মুখ পুড়িয়েছে বামেরা এবার কায়দা করে মুসলিম ভোটব্যাংক ধরতে গেলে মানুষ তাদের অভিসদ্ধি ধরে ফেলছে তাতে ভাব মূর্তি আরও খারাপ হচ্ছে।