গরু পাচার মামলায় (cow smuggling) অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পর গ্রেফতার হয়েছেন তাঁর কন্যা সুকন্যা মণ্ডল। বাবার সঙ্গে তাঁরও ঠিকানা হয়েছে তিহাড় জেলে৷ যা নিয়ে বিরোধী দলগুলির তরফে কটাক্ষ ছুঁড়ে দেওয়া হলেও সুকন্যার প্রতি নরম মনোভাব বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর (Left Front Chairman Biman Basu)৷ তাঁর কথায়, মেয়েকে চোর বানিয়েছে অনুব্রত৷ কিন্তু তাঁর মেয়ে তো পাকায়নি৷
বর্ষীয়ান বাম নেতার কথায়, অনুব্রত তাঁর কন্যাকে দিয়ে এই অপকর্ম করিয়েছেন। তাঁকে চোর বানিয়েছেন। তিনি হয়তো গরু পাচার, কয়লা পাচারের কাজে হাত পাকিয়েছিলেন। কিন্তু তাঁর মেয়ে তো পাকায়নি। বর্তমান প্রজন্মকে কলুষিত করার জন্য যারাই আছে, আমি তাদের বিরুদ্ধে। তাই আমি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে।
তিনি আরও বলেন, গত কয়েক বছর ধরে শিক্ষকতার কাজের সঙ্গে যুক্ত ছিলেন সুকন্যা৷ তিনি এই প্রজন্মেরই এক কন্যা। তাঁকে খারাপ পথে নিয়ে গেল কে? তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, যিনি তাঁর বাবা। বিমান বসুর প্রশ্ন, যাঁরা রাজনৈতিক দল করেন, তাঁদের কাজ কি খারাপ জিনিস শেখানো?
উল্লেখ্য, গরু পাচার মামলায় বিপুল সম্পত্তি গড়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল৷ যা আগে থেকেই ছিল তদন্তকারী সংস্থার নজরে৷ গত বুধবার সেবিষয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়৷ যা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। পঞ্চায়েত নির্বাচনের জন্য এটা তৃণমূলের জন্য বড় ধাক্কা। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।