উপনির্বাচনেও বাম-কংগ্রেস হাত ধরাধরি, তিন আসনে প্রার্থী দিল বামেরা

তৃণমূলের প্রার্থী ঘোষণার দিনই বাংলার চার কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বামেরাও। চারটির মধ্যে দু’টি কেন্দ্রে লড়াই করবেন সিপিআইএম প্রার্থীরা। একটিতে ফরওয়ার্ড ব্লক প্রার্থী। রায়গঞ্জ…

left front candidate list for maniktala bagda ranaghat south bengal assembly by election 2024

তৃণমূলের প্রার্থী ঘোষণার দিনই বাংলার চার কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বামেরাও। চারটির মধ্যে দু’টি কেন্দ্রে লড়াই করবেন সিপিআইএম প্রার্থীরা। একটিতে ফরওয়ার্ড ব্লক প্রার্থী। রায়গঞ্জ আসনটি ছেড়ে রাখা হল কংগ্রেসের জন্য।

শুক্রবার বিকেলে বামফ্রন্টের বৈঠকে রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঠিক করতে বৈঠকে বসেছিল বামফ্রন্ট নেতৃত্ব। সেই বৈঠক শেষে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। স্থির হয় মানিকতলা, বাগদা ও রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে বামেরা।

   

একনজরে উপনির্বাচনে বামেদের প্রার্থী তালিকা-

মানিকতলা- রাজীব মজুমদার (সিপিআইএম)
বাগদা- গৌরদীপ্ত বিশ্বাস (ফরওয়ার্ড ব্লক)
রানাঘাট দক্ষিণ- অরিন্দম বিশ্বাস (সিপিআইএম)

রায়গঞ্জ আসন থেকে কংগ্রেস কাকে প্রার্থী করবে, তা ২১ জুন কংগ্রেসের বৈঠকের পর সিদ্ধান্ত হবে বলে জানা গিয়েছে।।

বামেদের প্রার্থী ঘোষণার পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, ‘কংগ্রেস ও বামেদের আসন সমঝোতা ছিলই। ভোট মিটলেও সেই সমঝোতা মেটেনি। আমাদের মধ্যে প্রাথমিক কথা হয়েছিল উপনির্বাচন নিয়ে। আমরা আমাদের দাবি জানিয়ে ছিলাম। এরপরও আলোচনা চলবে।’

উপনির্বাচনের আগেই তৃণমূলের কাছে ‘হেরে ভূত’ বিজেপি!

একুশের বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা করে লড়াই করেছিল বাম-কংগ্রেস। যদিও লাভ হয়নি। পশ্চিমবঙ্গ বিধানসভা বাম-কংগ্রেস মুক্ত। তারপর একাধিক উপনির্বাচন হলেও সুবিধা করতে পারেনি তারা। মাঝে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে হাত প্রতীকে বায়রন বিশ্বাস জিতে বিধানসভায় কংগ্রেসের খাতা খুললেও পরে তিনি তৃণমূলে যোগ দেন। ফলে সেই আঁধাঁরেই থেকে যায় কংগ্রেস।

এ দিকে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনেও বাম-কংগ্রেস আসন সমঝোতা করেছিল। কিন্তু ফল সেই শূন্য। আগামী ১০ জুলাই বাংলার চার বিধানসভা কেন্দ্রে (মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা) উপনির্বাচন হবে। হাল ফিরবে বিজেপি, তৃণমূল বিরোধী এই জোটের?

লোকসভা ভোটে তৃণমূলের জয়জয়কার! শিক্ষকদের ডিএ ১০ শতাংশ বৃদ্ধি করলেন মমতা

সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে রাজ্যের বহু আসন থেকেই বিধায়করা জিতে সংসদ হয়েছেন। অনেকে আসনে বিধায়করা হেরেওছেন। ফলে ১০ (ব্যতিক্রম মানিকতলা) বিধানসভা কেন্দ্র বিধায়ক শূন্য। তাই উপনির্বাচন হচ্ছে। শুরুতেই চার কেন্দ্রে হবে উপনির্বাচন।