Birbhum: ‘দেব না জমি…’ মমতার প্রস্তাবিত কয়লা খনি দেউচায় লাল ঝড়

রাজ্য সরকার কর্মসংস্থানের জন্য বীরভূমের দেউচা পাঁচামি কয়লা খনি অধিগ্রহণ করতে চায়। তবে স্থানীয় আদিবাসীরা জমি দিতে অনড়। এর জেরে বারবার গরম হয়েছে এই এলাকা। হয়েছে বিক্ষোভ। পঞ্চায়েত ভোটে দেউচা থেকে এলো চমকদার ফল। দেউচা পাঁচামির দেউল পঞ্চায়েতে জয়ী বাম। হারল তৃণমূল।

দেউচা পাঁচামির খনি তৈরি ঘিরে বারবার বিড়ম্বনায় পড়েছে রাজ্য সরকার। বাণিজ্য সম্মেলন থেকে বারবার খনি তৈরি ও সংশ্লিষ্ট এলাকায় বিপুল কর্মসংস্থানের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে দেউচা পাঁচামির বাসিন্দাদের কটাক্ষ,মমতার আশ্বাসে বিশ্বাস নেই। এর ফলে জমি অধিগ্রহণের জন্য সরকারি কর্মীদের তাড়া খেতে হয়। তৃনমূলের নেতাদের তাড়া খেতে হয়। বারবার দেউচা গিয়ে আদিবাসীদের আইনি লড়াইয়ে পাশে থাকার বার্তা দেন সিপিআইএম সাংসদ ও দুঁদে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

   

এদিন পঞ্চায়েত ভোটের গণনায় বীরভূম জুড়ে তৃণমূল বিরাট জয় পেলেও জেলার বিভিন্ন পঞ্চায়েতে বাম ও কংগ্রেস জোটের প্রভাব পড়েছে। একাধিক পঞ্চায়েত আসনে জয়ী জোট। কিছু আসনে জয়ী বিজেপি। তবে অতি স্পর্শকাতর দেউচা পাঁচামির দেউল গ্রাম পঞ্চায়েত হারল শাসকদল তৃণমূল কংগ্রেস। জয়ের পর গ্রামবাসীদের উল্লাস মিছিলে চিৎকার দেব না জমি আমরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন