CPIM: অস্থায়ী পুরকর্মীদের স্বার্থে বর্ধিত ভাতা ফেরালেন মধ্যমগ্রামের বাম কাউন্সিলররা

বর্ধিত ভাতার দরকার নেই। আগে অস্থায়ী পুরকর্মীদের বেতন বৃদ্ধি হোক এই দাবিতে অনড় চার সিপিআইএম কাউন্সিলর অনড়। তাঁরা নিজেদের বর্ধিত ভাতা প্রত্যাখ্যান করেছেন। এমনই জানাচ্ছে উত্তর ২৪ পরগনা জেলা সিপিআইএম। বলা হয়েছে, মধ্যমগ্রাম পুরসভার বাম কাউন্সিলররা পুরনো ভাতা নেবেন।

Advertisements

মধ্যমগ্রাম পুরসভার চার বাম পৌর প্রতিনিধি প্রতিমাসে সাম্মানিক ভাতা পান ৮০০০ টাকা। গত বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়, সমস্ত পুরপ্রতিনিধিদের সাম্মানিক ভাতা বাড়িয়ে ১৫০০০ টাকা হবে। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি চার বাম কাউন্সিলর। তারা দাবি করেন, অস্থায়ী পুরকর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে। এই দাবি নিয়ে বোর্ড মিটিং হয়েছিল সরগরম। তবে সংখ্যাধিক্যের কারণে তৃণমূল পরিচালিত পুরসভায় পুর প্রতিনিধিদের ভাতা বৃদ্ধির প্রস্তাব পাশ হয়।

অস্থায়ী পুরকর্মীদের বেতন বৃদ্ধিতে অনড় থাকেন বাম কাউন্সিলররা। মধ্যমগ্রাম পুরসভার বিরোধী দলনেতা অলোক সাহার নেতৃত্বে বাকি আরও তিন বাম প্রতিনিধি অন্তরা মজুমদার, বৈশালী ব্যানার্জি, প্রিয়াঙ্কা মল্লিক জানান,তাদের একটাই দাবি পুরসভার অস্থায়ী কর্মচারী দের আগে বেতন বৃদ্ধি না করা হোক। তারপর পুরপ্রতিনিধি দের বেতন বৃদ্ধি করা হোক। তবে বিরোধীদের দাবি প্রত্যাখ্যান হয়। বাম প্রতিনিধিরা সিদ্ধান্ত নেন যতদিন পুরসভার অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে না ততদিন তাঁরা এই বর্ধিত সাম্মানিক ভাতা গ্রহন করবেন না।

Advertisements

এই ঘটনার জেরে মধ্যমগ্রাম সরগরম। পুরসভা এলাকায় গুঞ্জন, এমন এরাই করতে পারে। সেই সাথে বাম জমানার পুরবোর্ড কাজ নিয়ে এখনকার তৃ়ণমূল বোর্ডের কাজের তুলনা করে এলাকাবাসী ক্ষুব্ধ।