Murshidabad: ভগবানগোলায় তৃণমূলকে তাড়া করল বাম-কংগ্রেস, ছুটল পুলিশ

রাজনৈতিক সংঘর্ষে গরম মুর্শিদাবাদের ভগবানগোলা। শাসকদল তৃণমূল বনাম, বাম ও কংগ্রেস সমর্থকদের সংঘর্ষ চলেছে। থানা ঘেরাও কর্মসূচি থেকে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি সামলাতে নামে কেন্দ্রীয়…

রাজনৈতিক সংঘর্ষে গরম মুর্শিদাবাদের ভগবানগোলা। শাসকদল তৃণমূল বনাম, বাম ও কংগ্রেস সমর্থকদের সংঘর্ষ চলেছে। থানা ঘেরাও কর্মসূচি থেকে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি সামলাতে নামে কেন্দ্রীয় বাহিনী।

Advertisements

ভগবানগোলায় কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত। দুই পক্ষের মধ্যে ইট বৃষ্টি। বেশ কয়েকজন কংগ্রেস কর্মী আহত হয়। এলাকায় ভগবানগোলার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

   

গতকাল রাতে বেশ কয়েকজন তৃণমূল সদস্যরা কংগ্রেস প্রার্থীদের আত্মীয়-স্বজনদের মারধর করে। এরপর এই ঘটনাস্থলে পৌঁছায় একাধিক তৃণমূল ও কংগ্রেসের সদস্যরা মুহূর্তের মধ্যে গোটা পরিস্থিতির রণক্ষেত্রের আকার ধারণ করে। গতকাল রাত থেকে এখনো পর্যন্ত উত্তপ্ত গোটা ভগবানগোলা এলাকা।

জানা গিয়েছে, ভগবানগোলা থানা ঘেরাও চলছিল ঠিক সেই সময় কংগ্রেসের প্রার্থীরা ঘেরাও করতে আসলে তাদের পথ আটকায় তৃণমূল কর্মীরা। তখনই বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে মারধর করে তৃণমূলের সদস্যরা। এরপরেই গোটা পরিস্থিতি রণক্ষেত্রের আকার ধারণ করে।