
রাজ্যে পঞ্চায়েত ভোটের (Panchayat Polls) দিন ঘোষণার এক দিনের মাথায় জানিয়ে দেওয়া হল আগামীকাল শনিবার, ১০ জুন থেকে গোটা রাজ্যে পুলিশ কর্মীদের ছুটি বাতিল। গোটা রাজ্যে পুলিশ কর্মীদের ছুটি বাতিলের কথা চিঠি দিয়ে প্রতি জেলার প্রশাসনকে জানালেন অ্যাডিশনাল ডিজিপি (আইনশৃঙ্খলা)। চিঠিতে লেখা হয়েছে যে পঞ্চায়েত ভোট শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কর্মীদের ছুটি নয়।
চিঠিতে এটাও বলা হয়েছে যে জরুরি কারণে ছুটি বিবেচনা করা হতে পারে। আগামী ৮ জুলাই হবে পঞ্চায়েত ভোট। শুক্রবার থেকেই মনোনয়ন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু।১১ জুলাই প্রকাশ হবে ভোটের ফল। পঞ্চায়েত ভোটের (panchayat election) দিনক্ষণ ঘোষণা হয়েছে । কিন্তু ভোট নিয়ে সরব বিরোধীরা। কলকাতা হাইকোর্টে কংগ্রেস নেতা অধীর চৌধুরী কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানান তিনি। আদালতের দরজায় বিজেপি ও সিপিআইএম।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










