অর্জুনের গড়ে ‘বুথ সশক্তিকরণ অভিযান’ চালাবেন শুভেন্দু

অর্জুন সিংয়ের দলবদলের পর বিজেপির ব্যারাকপুরের সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাতে প্রথম সাংগঠনিক বৈঠকে বুথ সুনিশ্চিতকরণের ডাক দিলেন বিরোধি দলনেতা। কর্মীদের…

Suvendu Adhikari

অর্জুন সিংয়ের দলবদলের পর বিজেপির ব্যারাকপুরের সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাতে প্রথম সাংগঠনিক বৈঠকে বুথ সুনিশ্চিতকরণের ডাক দিলেন বিরোধি দলনেতা। কর্মীদের চাঙ্গা দিতে বার্তা দিলেন, বিজেপিতে ব্যক্তি ফ্যাক্টর নয়৷ ফ্যাক্টর রাষ্ট্রবাদ৷

এদিন কর্মীদের নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী৷ সেখানে তিনি বলেন, আমাদের ৩০১ জন লোকসভার সাংসদ রয়েছে৷ ৯৫ জন রাজ্যসভার সাংসদ রয়েছে৷ কয়েক হাজার বিধায়ক রয়েছে৷ বিজেপির বড় কর্মসূচি নিয়েছে বুথ সশক্তিকরণ অভিযান। আজ সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই কর্মসূচির উদ্বোধন করেছেন৷ যেহেতু ব্যারাকপুরের বিজেপি সাংসদ তিনি এই কর্মসূচি করবেন না। তাই আমি এই কর্মসূচি করব।

   

অবশ্য অর্জুন সম্পর্কে দলীয় কর্মীদের উদ্দেশ্যে নন্দীগ্রামের বিধায়কের স্পষ্ট বার্তা, ব্যক্তিবাদে বিজেপি চলে না। কমিউনিস্ট পার্টিতে আগে দল, তারপর ব্যক্তি সেখানে দেশের কোনও জায়গা থাকে না। তৃণমূল, বিজেপির কাছে আগে গান্ধী পরিবার, এদিকে পিসি ভাইপো। বিজেপির কাছে ব্যক্তির কোনও মূল্যই নেই। দল অনেক পরে। দেশ আগে। তাই কোন ব্যক্তি এল, কোন ব্যক্তি গেল তাতে বিজেপির কিছু আসে যায় না।

সরাসরি অর্জুন সিংকে আক্রমণ করে শুভেন্দুর বার্তা, এই লোকসভা কেন্দ্রে যিনি চলে গেছেন তাঁর নেতৃত্বে, মুকুল রায়ের নেতৃত্বে তৃণমূল বিরাট শক্তিশালী ছিল৷ একাধিক আসনে এজেন্ট দিতে না পেরে তার মধ্যেও ২০১৪ সালের নির্বাচনে বিজেপি ২,৭০,০০০ ভোট পেয়েছিল৷ ভাটপাড়াতে লিড পেয়েছিলেন বিজেপি প্রার্থী৷ সাধারণভাবে এই মাটিটা নরেন্দ্র মোদীর মাটি, রাষ্ট্রবাদের মাটি। আমরা এই মাটিতে ফসল ফলাবো।