ডাক্তারবাবুদের আন্দোলনে ঢুকে অসভ্যতা করছে সিপিএম: শুভেন্দু

আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণ অভিযোগের সঠিক তদন্ত ও রাজ্য সরকারের কাছে নিজেদের দাবি পূরনের জন্য চিকিৎসকদের আন্দোলন অরাজনৈতিক নয়, এর মধ্যে…

suvendu

আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণ অভিযোগের সঠিক তদন্ত ও রাজ্য সরকারের কাছে নিজেদের দাবি পূরনের জন্য চিকিৎসকদের আন্দোলন অরাজনৈতিক নয়, এর মধ্যে সিপিআইএম ঢুকে অসভ্যতা করছে। এমনই জানালেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী।

শুক্রবার সিঙ্গুরে প্রয়াত রতন টাটার প্রতি শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী ও বিজেপির নেতৃত্বরা।এই অনুষ্ঠান শেষে বিরোধী দলনেতা বলেন, রাজ্যে বিজেপি সরকার হলে সিঙ্গুরে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনব। উল্লেখ্য, বিগত বামফ্রন্ট জমানায় সিঙ্গুরে টাটা কারখানা বিরোধী আন্দোলনে নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তৃণমূলেই ছিলেন শুভেন্দু অধিকারী

   

টাটা কারখানা ইস্যুর পাশাপাশি কলকাতাসহ রাজ্য জুড়ে চিকিৎসকদের আন্দোলনের বিষয়েও বিরোধী দলনেতা সরব হন। তিনি বলেন, এটি অরাজনৈতিক আন্দোলন। এই আন্দোলনে রাষ্ট্রবাদীদের ঢুকতে বাধা দিয়েছে সিপিএম। শুভেন্দু অধিকারী বলেছেন, আমরা বারবার বলেছি পতাকা ছাড়া ডাক্তারবাবুদের আন্দোলন বা আরজি করের ভিক্টিম পরিবারের পাশে বিজেপি আছে। বিনা শর্তে আছে। সিপিএম এই আন্দোলনে পতাকা ছাড়া, রাজনৈতিক কর্মসূচি ছাড়া এ রাজ্যের বৃহৎ অংশের প্রতিনিধিদের যেতে দেয়নি।

তিনি বলেন,  এ রাজ্যের বৃহৎ অংশের জনপ্রতিনিধি রাষ্ট্রবাদী বিজেপির প্রতিনিধি, তৃণমূল বিরোধী মূল রাজনৈতিক শক্তিকে ডাক্তারবাবুদের আন্দোলনে সামিল হতে দেয়নি সিপিএম। যাতে এই আন্দোলন সফল না হয়।

ডাক্তারবাবুদের আন্দোলনের প্রেক্ষিতে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে দেখা করেছিলেন চিকিৎসক নারায়ণ ব্যানার্জি। তিনি বাম ঘনিষ্ঠ বলে পরিচিত। এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার বলেন, গতকালেন ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, সিপিআইএম এই আন্দোলনের অপমৃত্যু চায়। আমরা চাই এই আন্দোলন জয়ী হোক। 

চিকিৎসকদের আন্দোলন ভাঙার জন্য সিপিএমের এজেন্ট নারায়ণবাবুর মতো কয়েকজন দায়ি বলেছেন বিরোধী দলনেতা।