CBI আদালতে প্রশ্নের মুখে ইডি আইনজীবীরা

CBI Probe Uncovers Corruption Network, ED Deputy Director Arrested

আসানসোলের সিবিআই আদালতের কড়া প্রশ্নের মুখে অসহায় আত্মসমর্পণ ইডি আইনজীবীর। গরুপাচার মামলা দিল্লিতে নিয়ে যেতে চেয়ে আদালতের প্রশ্নের মুখে ইডি আইনজীবী। এখনো পর্যন্ত একটি চার্জশিট ও চারটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছে। জবাবে জানিয়েছেন সিবিআই আইনজীবী। গরূপাচার মামলায় কতজন সাক্ষী প্রশ্ন করে বিচারক। এখনো পর্যন্ত ৫০০ জনের সাক্ষী নেওয়া হয়েছে এমনই জানান ইডি আইনজীবী।

Advertisements

২৮ জুলাই ইডি আবেদন করেছিল যে, এই গরু পাচার মামলা দিল্লিতে নিয়ে যেতে চায়। সেখানে ইডি ও সিবিআই একসঙ্গে কাজ করতে পারবে। আজ তার শুনানি ছিল। এই শুনানিতে ইডি আইনজীবীকে বিচারক সরাসরি প্রশ্ন করেন যে, একটি মামলা যখন ইডি তদন্ত করছে তখন সিবিআই কেনও সরাসরি ঢুকে পড়লেন।

Advertisements

এর সঙ্গেই বিচারপতি এটাও বলেন যে, এই নিয়ম কোথায় লেখা আছে যে, যে কোনও মামলাকে ইডি বা সিবিআই চাইলেই অন্য কোনও কোর্টে নিয়ে যেতে পারেন। থাকে তাহলে দ্রুত যেন সেই তথ্য প্রমাণ বিচারকের সামনে তুলে ধরা হয়। অসহায় হয়ে এত সমর্পণ করার ভঙ্গিতে বলেন তাকে যেন আর কিছু সময় দেওয়া হয়। মত বিচারক পরবর্তী শুনানি সেপ্টেম্বর মাসে করবেন বলে জানান।