ফের প্রশ্নের মুখে রেল! চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে লাইনের পাশে ধস

আবার রেললাইনে বিপর্যয়। গত একমাসে একের পর এক রেল দুর্ঘটনার খবর সামনে এসেছে। সেই আবহেই আবার এক হাড়হিম করা ঘটনা সামনে এলো। একটানা বৃষ্টিতে রেল…

Local Trains Diverted from Sealdah South Line for 52 Hours

আবার রেললাইনে বিপর্যয়। গত একমাসে একের পর এক রেল দুর্ঘটনার খবর সামনে এসেছে। সেই আবহেই আবার এক হাড়হিম করা ঘটনা সামনে এলো। একটানা বৃষ্টিতে রেল লাইনের পাশে ধস নেমেছে। রেল সূত্রে খবর (Indian Railways), ঘটনাটি ঘটেছে হাওড়া- বর্ধমান মেন লাইনে। চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে দেবীপুর এলাকায় তিন নম্বর লাইনের পাশে ধস নামে। যার ফলে সাময়িক ভাবে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ধীর গতিতেই গাড়ি চালানো হচ্ছে।

শালবনী ইস্পাত কারখানা নিয়ে জারি জট জটিলতা, আদালতের কাঠগড়ায় সৌরভ গাঙ্গুলি?

রেল সূত্রে খবর, বৃহস্পতিবার রাতেই বিষয়টি রেলের নজরে আসে। খবর পেয়েই ঘটনাস্থলে যান রেলকর্মীরা। চুঁচুড়া স্টেশনে ঢোকার আগেই হোম সিগন্যালের কাছে দাঁড় করিয়ে দেওয়া হয় দুন এক্সপ্রেস। রাত ৯টা ৪৫ থেকে রাত ১০টা ১৭ মিনিট পর্যন্ত দাঁড় করিয়ে রাখা হয়েছিল ট্রেনটিকে। লাইন ভাল করে খতিয়ে দেখে রক্ষণাবেক্ষণের কর্মীরা ফিট সার্টিফিকেট দেওয়ার পরেই ট্রেনটিকে ছাড়া হয়।

Advertisements

৫ লক্ষ চাকরি দিয়েছে মোদী সরকার, দাবি রেলমন্ত্রী অশ্বিনীর

রেল সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার সকালেও চন্দননগরে বেশ কিছু ক্ষণ হুল এক্সপ্রেস দাঁড়িয়েছিল। ঘটনাস্থলে গিয়েছিলেন রেলের ইঞ্জিনিয়ারেরা। লাইন পরীক্ষা করা হয়। আপাতত আপ ট্রেন ওই এলাকা দিয়ে ধীর গতিতেই পাস করানো হচ্ছে।প্রসঙ্গত গত একমাসে বারেবারে খবরের শিরোনামে উঠে এসেছে রেল দুর্ঘটনা। মৃত্যু হয়েছে অনেক যাত্রীর। এই ক্ষেত্রেও আবারও একবার রেলের যাত্রী সুরক্ষার বিষয়টি সামনে উঠে এলো।