রামকৃষ্ণ মিশনের জমি ও সম্পত্তি দখলের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে

শিলিগুড়ি: বড় ঘটনা ঘটে গেল শিলিগুড়িতে (Siliguri)। এবার কিনা রামকৃষ্ণ মিশনের জমি ও সম্পত্তি দখলের অভিযোগে উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। এই ঘটনায় এফআইআর অবধি দায়ের…

শিলিগুড়ি: বড় ঘটনা ঘটে গেল শিলিগুড়িতে (Siliguri)। এবার কিনা রামকৃষ্ণ মিশনের জমি ও সম্পত্তি দখলের অভিযোগে উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। এই ঘটনায় এফআইআর অবধি দায়ের হল।

Advertisements

ভক্তিনগর থানা এলাকার কিছু জমি মাফিয়া রামকৃষ্ণ মিশনের জমি ও সম্পত্তি দখলের চেষ্টা করছে । আর এই অভিযোগ করেছে রামকৃষ্ণ মিশন।
রামকৃষ্ণ মিশনের জমি ও সম্পত্তি দখলের ঘটনারকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি রয়েছে। জানা গিয়েছে, শিলিগুড়ির সেবক রোড সালুগারায় অবস্থিত ‘সেবক হাউস’ রামকৃষ্ণ মিশনের আধিকারিকদের দান করেছিলেন এক ভক্ত। রামকৃষ্ণ আশ্রমের বাসিন্দারা দীর্ঘদিন ধরে ওই স্থানে বসবাস করে আসছেন। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে কিছু জমি মাফিয়া প্রদীপ রায় এবং প্রায় ৩০ জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে সেবক হাউসে ঢুকে সেবক হাউসের দখল নেওয়ার চেষ্টা করে।

   

সেখানে বসবাসকারী নিরাপত্তারক্ষী ও সাধুদের প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি খালি করতে বলা হয় বলেও অভিযোগ। তারা সিসিটিভি ক্যামেরা ভাঙার পাশাপাশি সবার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। দ্রুত বাড়ি খালি না করলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরে আশ্রম কর্তৃপক্ষ ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে গোটা ঘটনার বিবরণ দেয়।