Jhargram: তৃণমূলকে ভোট না দেওয়ার বার্তা দিল কুড়মি সমাজ

জঙ্গলমহলের জেলাগুলিতে কোনও তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়া হবে না। পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমার মাঝে এমন চরম বার্তা দিল কুড়মি সমাজ। ঝাড়গ্রামে (Jhargram) বৈঠক করে…

Kurmi Samaj's Appeal: Don't Vote for Trinamool Congress in Jhargram

জঙ্গলমহলের জেলাগুলিতে কোনও তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়া হবে না। পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমার মাঝে এমন চরম বার্তা দিল কুড়মি সমাজ। ঝাড়গ্রামে (Jhargram) বৈঠক করে এমন বার্তা দেওয়া হয়েছে।

Advertisements

দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার বিস্তির্ণ অংশে কুড়মি সম্প্রদায় ছড়িয়ে। আবার উত্তরবঙ্গেও তাদের সমাজের অনেকে থাকেন। সবমিলে কুড়মি সমাজের নো ভোট টু তৃণমূল বার্তায় তীব্র শোরগোল।

   

কুড়মিদের বার্তায় বলা হয়েছে, তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার একটি সভা থেকে বলেছিলেন গত লোকসভা ও বিধানসভায় কুড়মিরা তৃণমূলকে ভোট দেয়নি। তার এই মন্তব্যের বিরেধিতা করে পঞ্চায়েত ভোটে কুড়মি সমাজ তৃণমূলকে ভোট দেবেনা।

কুড়মি বার্তায় আরও বলা হয়েছে, যারা যারা কুড়মিদের অধিকার আন্দোলনের বিরোধিতা করছেন তারা যে দলেরই প্রার্থী হোক তাকে ভোট দেওয়া হবে না। এক্ষেত্রে বিজেপির দিকে ইঙ্গিতপূর্ণ বার্তা বলে মনে করা হচ্ছে। সম্প্রতি কুড়মিদের নিয়ে অশালীন মন্তব্য করেন দিলীপ ঘোষ। তার খড়্গপুরের বাড়ি ঘিরে চলে কুড়মি প্রতিবাদ। পঞ্চায়েত নির্বাচনে নিজেরাই লড়বেন কুড়মি জনজাতির প্রতিনিধিরা।