Kurmi Protest: ‘কুড়মি ভোটে জয়ী’ TMC-BJP জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি, উত্তর দক্ষিণে বনধ

Kurmi Samaj's Appeal: Don't Vote for Trinamool Congress in Jhargram

কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতি তালিকাভুক্ত করার বিরোধিতায় ১২ ঘণ্টা বাংলা বনধের প্রভাব পড়ল জঙ্গলমহলের জেলাগুলিতে। একইসাথে উত্তরবঙ্গেও কিছু এলাকায় প্রভাব (Kurmi Protest) পড়ল।

Advertisements

সমর্থকদের উপর অত্যাচার এবং কুড়মি মাহাতোকে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ST সূচিতে সামিল করার প্রতিবাদে ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়। এর জেরে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের বিস্তির্ণ এলাকা স্তব্ধ। উত্তরবঙ্গের মালদহে বনধের প্রভাব পড়েছে।

কুড়মিদের একটার পর একটা অবস্থান বিক্ষোভে এর আগেও বারবার বিচ্ছিন্ন হয়েছে জঙ্গলমহলের জেলাগুলি। অভিযোগ, কুড়মি সম্প্রদায়ের দাবি মানছেনা তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার। এর পাশাপাশি বিরোধী দল বিজেপির বিরুদ্ধেও ক্ষোভ প্রবল। অশালীন মন্তব্য করার অভিযোগে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে হামলা হয়েছে।

Advertisements

পঞ্চায়েত ভোটের আগে জঙ্গলমহল কুড়মি বিক্ষোভে গরম। কুড়মি সমাজের তরফে তৃ়নমূল কংগ্রেস ও বিজেপির সাংসদ বিধায়কদের তালিকা দিয়ে দাবি করা হয়,এরা সবাই কুড়মিদের ভোটে জয়ী হলেও এই সমাজের জন্য কিছু করেনি।

বনধের প্রভাব পড়েছে। প্রবল গরমের মধ্যে বনধের জেরে আরও জেরবার পরিস্থিতি। কুড়মি সমাজের দাবি, সরকার ও বিরোধী টিএমসি বিজেপিকে একযোগে শিক্ষা দেওয়া হবে।