পুরুলিয়ায় কুড়মি-আন্দোলনে ধুন্ধুমার, সংঘর্ষে আহত একাধিক পুলিশকর্মী

পুরুলিয়া: এসটি (Scheduled Tribes) তালিকাভুক্তির দাবিতে কুড়মি (Kurmi) সমাজের আন্দোলনে সকাল থেকেই উত্তাল জঙ্গলমহল। শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রেল-সড়ক অবরোধে বসেন আদিবাসী কুড়মি…

পুরুলিয়া: এসটি (Scheduled Tribes) তালিকাভুক্তির দাবিতে কুড়মি (Kurmi) সমাজের আন্দোলনে সকাল থেকেই উত্তাল জঙ্গলমহল। শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রেল-সড়ক অবরোধে বসেন আদিবাসী কুড়মি সমাজের আন্দোলনকারীরা। যার জেরে ব্যহত হয় দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন চলাচল। এদিন বিকেল ৪ টে নাগাদ আচমকা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তুমুল সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় পুরুলিয়ার কোটশিলা স্টেশনে।

Advertisements

পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তুমুল সংঘর্ষ

Advertisements

এদিন সকাল থেকেই বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছিল কুড়মি সমাজ। বিকেলের দিকে তাঁরা কোটশিলা স্টেশনে ঢুকে পড়েন। রেল অবরোধে বাধা দেওয়ায় রেল ও রাজ্য পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় পুরুলিয়ার ওই রেলস্টেশন।

আন্দোলনকারীদের হামলায় আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। প্রতিবাদ নিয়ন্ত্রণে আনতে পাল্টা কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করেন আন্দোলনকারীরা। রক্তাক্ত অবস্থায় কয়েকজন পুলিশকর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে স্টেশন চত্বর ফাঁকা করে পুলিশবাহিনী।

এসটি (ST) তালিকাভুক্ত করার দাবিতে আন্দোলন

কুড়মিদের এসটি (ST) তালিকাভুক্ত করতে হবে, এই দাবিতে শনিবার সকাল ৬ টা থেকে রেল ও সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খন্ড মিলিয়ে তিন রাজ্যের ১০০ টি পয়েন্টে রেল ও সড়ক অবরোধের ডাক দেন তাঁরা। যার জেরে দক্ষিণ-পূর্ব রেলের বেশ কিছু ট্রেন চলাচল ব্যহত হয়।