Kurmi Protest: লোকসভায় জঙ্গলমহলে বিজেপির বিপর্যয় হবে,দিলীপ ঘোষকে হুঁশিয়ারি কুড়়মিদের

‘কুড়মিদের কাপড় খুলে নেব বলে তীব্র বিতর্কে জড়িয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবার জঙ্গলমহলের জেলাগুলি থেকে হাজার হাজার কুড়মি (Kurmi Protest)…

‘কুড়মিদের কাপড় খুলে নেব বলে তীব্র বিতর্কে জড়িয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবার জঙ্গলমহলের জেলাগুলি থেকে হাজার হাজার কুড়মি (Kurmi Protest) ঘেরাও আন্দোলনে সামিল হতে মেদিনীপুর যাচ্ছেন। বিক্ষোভকারীদের দাবি, দিলীপ ঘোষকে ক্ষমা চাইতে হবে। তা না হলে কাপড় খুলে অর্ধনগ্ন প্রতিবাদ হবে। এর পাশাপাশি জঙ্গলমহল থেকে বিজেপিকে আসন্ন লোকসভার ভোটে মুছে দেওয়ার হুঁশিয়ারি বার্তা ছড়াতে শুরু করল।

Advertisements

   

রবিবার লালগড়ের ধরমপুরে দলীয় সভায় যাওয়ার পথে কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। বিক্ষোভকারীরা জানতে চান, দিলীপ ঘোষ কুড়মি সমাজের জন্য কী করেছেন? দিলীপ ঘোষ বলেন খেমাশুলি আন্দোলনের সময় চাল-ডাল পাঠিয়ে কুড়মিদের খাইয়েছি। বক্তব্যের বিরোধিতা করেন কুড়মিরা। প্রমাণের দাবি জানিয়ে দিলীপ ঘোষকে জঙ্গলমহলে নিষিদ্ধ ঘোষণা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরে সোমবার দিলীপ ঘোষ বলেন, ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব আমি। এর পরেই বিক্ষোভ তুঙ্গে।

বিক্ষোভকারী কুড়মি সমাজের হুঁশিয়ারি, ২০২৪ নির্বাচনে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুর থেকে বিজেপির বিপর্যয় হবে। সংখ্যাগুরু কুড়মি ভোটাররা সরাসরি বিজেপি বর্জন করবেন বলে বার্তা ছড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে। গত লোকসভা ভোটে জঙ্গলমহলে বিজেপির জয়জয়কার ছিল। মেদিনীপুর থেকে জয়ী হন দিলীপ ঘোষ। পরে তাঁকে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতির পদ দিয়েছে।

বিতর্কিত মন্তব্যের পর দিলীপ ঘোষ এখনও নীরব। তবে তাঁর মন্তব্যের জেরে বিক্ষুব্ধ কুড়মি সমাজের কাছে দু:খ প্রকাশ করেছে রাজ্য বিজেপি। তাতে চিঁড়ে ভেজেনি।

মঙ্গলবার ঝাড়গ্রাম জেলা বিজেপি দফতরের সামনে দিলীপ ঘোষের কুশপুতুলে জুতো মেরে বিক্ষোভ দেখান কুড়মিরা। আর বুধবার হাজার হাজার কুড়মি পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর ঢুকে মেদিনীপুর শহরে বিক্ষোভে অনড়।

বিভিন্ন স্টেশনে কুড়মি মিছিল থেকে দিলীপ ঘোষ ও বিজেপিকে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, আগামী লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের আসনগুলিতে বিপর্যয় হবে।

 

কুড়মি গরিষ্ঠ জঙ্গলমহলের জেলাগুলির গ্রামাঞ্চলে অভিনব দেয়াল লিখনে সরাসরি বিজেপির প্রতি হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়। আর সামাজিক মাধ্যমে দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে লেখা হয়, কুড়মিদের কাপড় খুলে দেব বলে দিলীপ ঘোষ এই সম্প্রদায়ের মা বোনেদের অপমান করেছেন। কুড়মি ছাড়া জঙ্গলমহলের বিজেপি চলতে পারবেনা। ২০২৪ সালের লোকসভার ভোটে এর ফল পেয়ে যাবেন।