কলকাতা: Facebook-এ নানান মুনির নানান মত। কেউ তাঁর চরম ভক্ত, ইংরেজিতে যাকে বলে “Die heart fan”, তো কেউ আবার কমেন্ট বক্স ভরিয়ে দেন গালিগালাজ, কুকথায়! সমাজমাধ্যমের এইসব ‘দুর্দান্ত সমালোচকদের’ এবার খুঁজে বের করে একেবারে ফোন করে পুজোর শুভেচ্ছা জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।
নিজের এক্স (X) হ্যান্ডেলে সেই কথোপকথন পোস্টও করেছেন কুণাল। সঙ্গে ক্যাপশান, “ফেসবুকে যারা দিনভর আমার পোস্টে থাকে, বিটকেল গালমন্দ করে, ভাবে আমি খুঁজে পাবো না, তাঁদের পুজোর শুভেচ্ছা জানাতে ফোন করছি।”
ফোন করে কি বলছেন কুণাল?
ফেসবুকের ট্রোলারদের একেবারে ঠিকুজি-কুষ্ঠী বের করে ফোনে ধরছেন তৃণমূল মুখপাত্র। এদিন ডেবরার চন্দন দে-কে ফোন করে মিষ্টি গলায় কুণাল বলেন,
কুণাল: চন্দন বাবুর সঙ্গে কথা বলতাম।
চন্দন দে: হ্যাঁ বলুন। আমিই চন্দন বলছি।
কুণাল: আপনি আমার ফেসবুক প্রোফাইলে এত অ্যাক্টিভ থাকেন, তাই আলাপ করতে ফোন করলাম। আপনি তো বেলদায় থাকেন। পুজোর শুভেচ্ছা জানাতে ফোন করলাম।
স্বাভাবিক ভাবেই ফোনের ওপারের কণ্ঠে বিস্ময়! ঠিক সেই মুহূর্তেই কুণাল বলে ওঠেন, “আমার নাম কুণাল ঘোষ!” ফোনের ওপার থেকে তখন চন্দন দে যেন আকাশ থেকে পড়লেন!
চন্দন: কুণাল ঘোষ মানে? যে কুণাল ঘোষ টিভিতে আসেন?
কুণাল: হ্যাঁ, যে কুণাল ঘোষ টিভিতে আসেন, আপনি যার পোস্টে গিয়ে কমেন্ট করেন আমি সেই কুণাল ঘোষ। আমি শুধু আলাপ করতে ফোন করলাম। আপনার বাবার নাম গোপাল বাবু, আপনি ডেবরা থানার পাশে পাশে থাকেন!
এরপরের কথাগুলো কার্যত সব ট্রোলারদের উদ্দেশ্যেই বললেন কুণাল ঘোষ।
কুণাল: কলকাতায় এলে আমার দফতরে একবার চা খেয়ে যাবেন। যারা একটু বেশি কুৎসা করেন তাঁদের সঙ্গে আমার সরাসরি আলাপ করার ইচ্ছা আছে। তাঁদেরকে একটু চিনে রাখা। আমি কিন্তু বলছি না যে আপনি আমার বিরোধীতা করবেন না। একশো বার করবেন। আমি খুব স্পোর্টিংলি নিই ব্যাপার গুলো
চন্দন: দাদা, আমার নম্বর পেলেন কোথা থেকে?
কুণাল: পৃথিবীটাতো ছোট। আমাকে যারা অ্যাটাক করছে আমি তাঁদের খুঁজে বের করব না, এটা ভাবার কোনও কারণ নেই। কিন্তু আমি খুব উন্মুক্ত মনের। আমার পোস্ট সবই দেখুক। কেউ সমর্থন করবে, কেউ সমালোচনা করবে। আমি রাগ পুশে রাখি না। কিন্তু একটু আলাপ করার ইচ্ছা হয়। আমি চাই আমাকে তাঁরা চিনুক। হয়ত অনেকে ভুল ধারণা থেকে করে।
এরপর আরও একপ্রস্থ পুজোর শুভেচ্ছা জানিয়ে বেলদায় গেলে দেখা করার ইচ্ছাপ্রকাশ করে ফোন রেখে দেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
