কলকাতা: টলিউড অভিনেতা তথা খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা এখন তুঙ্গে। দ্বিতীয় বিয়ের অভিযোগ ঘিরে রীতিমতো রণক্ষেত্র টলিপাড়া থেকে রাজনৈতিক মহল। একদিকে প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দায়ের করা এফআইআর (FIR), অন্যদিকে কুণাল ঘোষের শ্লেষাত্মক মন্তব্য, সব মিলিয়ে হিরণ এখন চরম বিতর্কে।
খড়গপুরের জল-হাওয়ায় বিয়ের গন্ধ!
হিরণের এই বিতর্কিত ইস্যু নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কিছুটা রসিকতা করেই বলেন, “এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে খড়গপুর আসনটির একটা বিশেষ গুণ আছে। এর আগে প্রাক্তন বিধায়ক (দিলীপ ঘোষকে ইঙ্গিত করে) বিয়ে করলেন, এবার বর্তমান বিধায়কের বিয়ের ছবি প্রকাশ্যে এল। খড়গপুরের জল-হাওয়ায় একটা বিয়ে বিয়ে ব্যাপার আছে।”
ডিভোর্স না দিয়েই বিয়ে? অনিন্দিতার হুঙ্কার kunal ghosh reaction on hiraan-s marriage
হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের অভিযোগ, তাঁকে আইনিভাবে ডিভোর্স না দিয়েই ঋতিকা গিরিকে বিয়ে করেছেন হিরণ। অনিন্দিতার সাফ কথা, “আমায় ডিভোর্স দিক, তারপর ও যা খুশি করুক। ভিয়েতনামে ঘুরে সিঁদুর পরলেই সংসার হয় না। ও (ঋতিকা) যদি মনে করে এতেই সব হয়ে গেল, তবে আমিও দেখে নেব হিরণ ওকে নিয়ে কীভাবে সংসার করে।” ঋতিকার বয়স ও সাহস নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
মেয়ের ফোনে আত্মহত্যার হুমকি!
এই বিতর্কে সবচেয়ে বড় মোড় এনেছেন হিরণের ১৯ বছর বয়সী মেয়ে নিয়াসা। তাঁর দাবি, ২০২৪ সালে ঋতিকা তাঁকে ফোন ও মেসেজ করে উত্ত্যক্ত করেছিলেন। নিয়াসা বলেন, “ঋতিকা আমাকে মেসেজ করে বলেছিল, তুমি খুশি থাকো, আমি সুইসাইড করতে যাচ্ছি।” অনিন্দিতার দাবি, এই ঘটনার পরেও হিরণ তাঁদের সঙ্গে কলকাতার আবাসনে টানা পাঁচ মাস কাটিয়েছেন।
পাল্টা চ্যালেঞ্জ ঋতিকার
যদিও ঋতিকা গিরি এই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন। তাঁর দাবি, যদি এই বিয়ে বেআইনি হয়, তবে আইনি পথেই তার মোকাবিলা করা হোক। বর্তমানে মা ও মেয়ে বনাম বিধায়ক ও তাঁর দ্বিতীয় স্ত্রীর এই লড়াই এখন খড়গপুর ছাড়িয়ে রাজ্য রাজনীতির হট টপিকে পরিণত হয়েছে।
