MGNREGA থেকে ‘গান্ধী’–‘বাপু’ বাদ, সুকৌশলে রাম নাম? কটাক্ষ কুণালের

Kunal Ghosh oppose new name of mgnrega

১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের নাম পরিবর্তনকে ঘিরে ফের তুঙ্গে রাজনৈতিক তরজা। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন (MGNREGA) থেকে ‘মহাত্মা গান্ধী’ নাম সরিয়ে নতুন নামকরণের পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছিল। জানা গিয়েছিল, প্রকল্পটির নতুন নাম হতে পারে ‘পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি’। এই সংক্রান্ত বিল সোমবার সংসদে পেশ হওয়ার কথা ছিল।

কিন্তু সোমবার সকালে সংসদে পেশ হতে চলা বিলগুলির তালিকা প্রকাশ্যে আসতেই নতুন করে জল্পনা শুরু হয়। কারণ, সেখানে দেখা যায় সংশ্লিষ্ট বিলের নাম দেওয়া হয়েছে, ‘Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin)’, যার সংক্ষিপ্ত রূপ লেখা হয়েছে VB-G RAM G Bill, 2025। এই সংক্ষিপ্ত নাম নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

   

‘রামনাম’ ঢোকানোর অভিযোগে সরব তৃণমূল

এই নামকরণকে ঘিরে সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। দলের  রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এক্স (পূর্বতন টুইটার)-এ পোস্ট করে প্রশ্ন তুলেছেন, “মহাত্মা গান্ধীজির নাম পুরো মুছে ফেলছে মোদী সরকার? নতুন বিলে ‘পূজ্য বাপু’ নামও রাখা হচ্ছে না। সুকৌশলে ‘রাম’ নাম উল্লেখ করা হয়েছে, VB-G RAM G Bill।”

একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, জাতির জনকের নাম এভাবে কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হলে তার তীব্র প্রতিবাদ হবে।

কী নিয়ে বিতর্ক?

উল্লেখ্য, গত সপ্তাহেই প্রকাশ্যে আসে যে গ্রামীণ কর্মসংস্থানের এই প্রকল্পের নাম থেকে ‘মহাত্মা গান্ধী’ শব্দবন্ধ বাদ দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র। সংসদের অধিবেশন চলাকালীন জানা যায়, নতুন নাম হতে পারে ‘পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি’। পাশাপাশি কর্মদিবসও ১০০ থেকে বাড়িয়ে ১২৫ দিন করার প্রস্তাব রয়েছে।

তবে সোমবার যে চারটি বিল সংসদে পেশ হওয়ার কথা, তার তালিকায় দেখা যায় প্রকল্পটির নাম পুরোপুরি বদলে দেওয়া হয়েছে। ইংরেজি নামের আদ্যক্ষর থেকেই তৈরি হয়েছে VB-G RAM G, যা নিয়েই এখন রাজনৈতিক বিতর্ক চরমে।

বিরোধীদের প্রশ্ন

বিরোধীদের প্রশ্ন, দরিদ্র ও গ্রামীণ মানুষের জীবিকার সঙ্গে যুক্ত একটি প্রকল্প থেকে কি পরিকল্পিত ভাবে ‘মহাত্মা গান্ধী’ ও ‘বাপু’—দু’টি নামই সরিয়ে দিয়ে ‘রাম’ শব্দটিকে প্রতীকী ভাবে প্রতিষ্ঠা করতে চাইছে কেন্দ্র?

এই নামকরণকে অনেকেই রাজনৈতিক ও আদর্শগত বার্তা দেওয়ার কৌশল বলে দেখছেন। তৃণমূল কংগ্রেস স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই উদ্যোগ যদি বাস্তবায়িত হয়, তবে সংসদের ভেতরে ও বাইরে তীব্র প্রতিবাদ গড়ে তোলা হবে।

গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের ভবিষ্যৎ কাঠামো ও নামকরণ নিয়ে তাই সংসদে ঝড়ো বিতর্ক যে আসন্ন, তা এখনই স্পষ্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন