সিএএ নিয়ে বড় বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ বলেন, কেউ যাই করুক না কেন, সিএএ আইন কখনও প্রত্যাহার করা হবে না। এদিকে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের পাল্টা দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।
তিনি বলেন, “অমিত শাহ যদি অনুপ্রবেশকারীদের নিয়ে কথা না বলেন, তাহলে সেটা ওঁর নিজের লক্ষ্য। এটি একটি আন্তর্জাতিক সীমান্ত এবং তাই এর দায় বিএসএফ এবং কেন্দ্রীয় সংস্থাগুলির উপর রয়েছে, যারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে এবং অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদি অনুপ্রবেশ ঘটে থাকে তবে এটি তার ব্যর্থতা।”
অমিত শাহ বলেন, ‘আমাদের দেশে ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত করা আমাদের সার্বভৌম অধিকার, আমরা এর সাথে কখনই আপস করব না।’ এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সিএএ বিজ্ঞপ্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা জবাব দেন। তিনি বলেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে এবং অনুপ্রবেশ বন্ধ করবে।’
অমিত শাহ আরও বলেন, ‘মমতা যদি এই ইস্যুতে রাজনীতি করেন এবং এমন একটি গুরুত্বপূর্ণ জাতীয় সুরক্ষা ইস্যুর বিরুদ্ধে দাঁড়ান, তাহলে তা অত্যন্ত ভুল। তিনি বলেন, মমতা তোষণের রাজনীতি করে অনুপ্রবেশের অনুমতি দিচ্ছেন এবং সিএএ-র বিরোধিতা করছেন। অমিত শাহ বলেন, শরণার্থীরা নাগরিকত্ব না পেলে তাঁদের সঙ্গে থাকবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী এবং উদ্বাস্তুর মধ্যে পার্থক্য জানেন না।’
#WATCH | Kolkata, West Bengal: TMC leader Kunal Ghosh says, “It would be better for Amit Shah if he avoids talking about the infiltrators, if he does, it’s a self-goal by him. It’s an international border and hence the responsibility lies with the BSF and central agencies, which… pic.twitter.com/xMuziasIuR
— ANI (@ANI) March 14, 2024