Kulik Express: কুলিক এক্সপ্রেসে আগুন, আতঙ্কিত যাত্রীরা

মালদার চামাগ্রাম স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে কুলিক এক্সপ্রেস (Kulik Express)। চলন্ত ট্রেনের চাকায় আগুন লাগে বলে খবর। রাধিকাপুর থেকে কলকাতা আসছিল ট্রেনটি। মালদা স্টেশন পার হতেই আগুন লক্ষ্য করা যায়।

উত্তর দিনাজপুরের রাধিকাপুর স্টেশন থেকে কলকাতার দিকে আসছিল কুলিক এক্সপ্রেস। মালদা স্টেশন পার হতেই ট্রেনের চাকায় আগুন দেখা যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ট্রেনটি চামাগ্রাম স্টেশনে দাঁড়িয়ে আছে।

   

আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ভয়ে ট্রেন থেকে নেমে এদিক ওদিক ছুটতে শুরু করেন যাত্রীরা। পরে রেল আধিকারিকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে হতাহতের কোনো খবর নেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন