‘সম্মানেই আঘাত’, ছুটির দিনে মাইক বাজিয়ে-ফ্লেক্স দিয়ে অনুদান বয়কটের ঘোষণা পুজো উদ্যোক্তাদের

প্রতিবাদে গর্জে উঠছে হুগলি। আরজি করা কাণ্ডের প্রতিবাদে জেলার তিন ক্লাব আগেই রাজ্য সরকারের পুজো অনুদান প্রত্যাখ্যানের ঘোষণা করেছিল। তাতে যোগ হল আরও একটি ক্লাব।…

short-samachar

প্রতিবাদে গর্জে উঠছে হুগলি। আরজি করা কাণ্ডের প্রতিবাদে জেলার তিন ক্লাব আগেই রাজ্য সরকারের পুজো অনুদান প্রত্যাখ্যানের ঘোষণা করেছিল। তাতে যোগ হল আরও একটি ক্লাব। রবিবার কোন্নগরের মাস্টারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির তরফে জানানো হয়েছে যে, আরজি কাণ্ডের পর মমতা সরকারের দেওয়া ৮৫ হাজার দুর্গাপুজো অনুদান প্রত্যাখ্যানের পক্ষে এলাকাবাসী। এলাকাবাসীদের সঙ্গে বৈঠক হয়েছে পুজো উদ্যোক্তাদের। সেখানেই পুজোর অনুদান বয়কটের সিদ্ধান্ত হয়। এরপরই এ দিন রীতিমত টোটোয় মাইক বেঁধে, ফ্লেক্স লাগিয়ে অনুদান প্রত্যাখ্যানের প্রচার করলেন পুজো কমিটির সদস্যেরা।

   

কোন্নগরের মাস্টারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যা সোমা চক্রবর্তী বলেছেন, ‘উৎসব পরে, আগে আমাদের সম্মান। আমরা মহিলারা যারা বাইরে কাজ করি, কিংবা বাড়িতে থাকি, আমাদের প্রত্যেকের সম্মানের সঙ্গে আমাদের পরিবারের সম্মানও জড়িয়ে থাকে। এখন সেই সম্মানেই আঘাত লেগেছে। আমরা দোষীর শাস্তি চাই। সেই সঙ্গে চাই আমাদের সকলের নিরাপত্তা।’

আরজি করের প্রতিবাদের মধ্যেই গর্জে উঠলেন প্রধানমন্ত্রী মোদী, কড়া বার্তা মমতাকে

‘প্রতিবাদ করলে যদি পরের বছর অনুদান না-ও মেলে, তাতেও আটকে থাকবে না পুজো। আমরা অনুদানের ভরসায় পুজো করি না। এ পাড়ার বাসিন্দা প্রায় ৩৫০ জন। পুজো ঠিকই হয়ে যাবে। কিন্তু আগে বিচার চাই।’ সাফ দাবি আরেক পুজো উদ্যোক্তা কমল মুখোপাধ্যায়ের।

স্কুলের প্রতিবাদ কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন রাজ্য, কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ

আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল সারা বাংলা। প্রতিবাদে পথে নেমেছেন রাজ্যবাসী। এরই মধ্যে বিভিন্ন মহল, মিছিল থেকে ডাক ওঠে যে, রাজ্য সরকারের তরফে দেওয়া দুর্গাপুজোর অনুদান প্রত্যাখ্যান করার জন্য। কলকাতা তো বটেই, রাজ্যেরও বিভিন্ন ক্লাবগুলিকে সোশাল মিডিয়ায় সবাই অনুরোধ করছেন অনুদান হিসাবে ৮৫ হাজার টাকা না নেওয়ার জন্য। সেই বিবেকের ডাকে সাড়া দিয়েছে হুগলির চার পুজো কমিটি।

যদিও এ বিষয়ে ফোরাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদক শাশ্বত বসু বলেছেন, ‘কলকাতায় ২,৭৯৩টি বারোয়ারি পুজোর মধ্যে ফোরামের সদস্য ৬০০-রও বেশি কমিটি। এখনও পর্যন্ত আমাদের কাছে কোনও খবর নেই যে কোনও সদস্য অনুদান অস্বীকার করেছে। কোনও বারোয়ারি এমন করেছে বলে খবর নেই। এ ধরণের পোস্ট বা খবর ভুয়ো, গভীর চক্রান্তের অংশ বলে আমরা মনে করি।’