জাকির নায়েকের বিস্ফোরক বয়ানে উঠল তৃণমূল সাংসদের নাম

ফের বিতর্কের কেন্দ্রে উঠে এলেন ইসলামিক বক্তা জাকির নায়েক (Zakir Nayak)। মালয়েশিয়া থেকে প্রকাশ্যে আসা ২০২৪ সালের একটি ভিডিও ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। নতুন বছরের শুরুতেই…

zakir-nayak-controversial-video-tmc-mp-row

ফের বিতর্কের কেন্দ্রে উঠে এলেন ইসলামিক বক্তা জাকির নায়েক (Zakir Nayak)। মালয়েশিয়া থেকে প্রকাশ্যে আসা ২০২৪ সালের একটি ভিডিও ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। নতুন বছরের শুরুতেই ফের সোশ্যাল মিডিয়াতে ওই ভিডিও ফের ভাইরাল হয় ওই। এই ভিডিওতে জাকির নায়েকের মুখে উঠে এসেছে এক তৃণমূল সংসদ সহ দেশের প্রথম সারির সাংবাদিকদের নাম। যা পুরোনো বিতর্ক ফের উস্কে দিয়েছে।

Advertisements

 ভিডিওতে জাকির নায়েককে বলতে শোনা যায়, “রবিশ কুমার, সাগরিকা ঘোষ, রাজদীপ সরদেশাই, স্বরা ভাস্করের মতো যত মানুষই আমাদের পক্ষে কথা বলুক না কেন, যদি তারা মৃত্যুর সময় ইসলাম গ্রহণ না করে, তাহলে আল্লাহ তাদের জাহান্নামে পাঠাবেন।” এই বক্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। প্রশ্ন উঠছে এটা কি নিছক ধর্মীয় মতবাদ, না কি চরমপন্থী ও বিদ্বেষমূলক প্রচার?

   

বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তি? আলোচনায় উঠছে BMGP পার্টি

এই ভিডিও প্রকাশ্যে আসার পরই বিতর্কে জড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেস। কারণ, ভিডিওতে নাম উঠে আসে রাজ্যসভার তৃণমূল সাংসদ ও বিশিষ্ট সাংবাদিক সাগরিকা ঘোষের। যদিও জাকির নায়েক সরাসরি কোনও রাজনৈতিক দল বা সরকারের সমর্থনের কথা বলেননি, তবু তাঁর বক্তব্যের ধরন ও ব্যক্তিবিশেষকে টার্গেট করার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিরোধী শিবিরের দাবি, এই ধরনের মন্তব্য ধর্মীয় মেরুকরণকে উসকে দেয় এবং ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামোর পরিপন্থী। বিজেপি নেতৃত্বের একাংশ ইতিমধ্যেই দাবি করেছেন, “যাঁরা অতীতে জাকির নায়েকের বক্তব্যকে হালকা করে দেখেছিলেন বা মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে রক্ষা করেছিলেন, তাঁদের এখন জবাব দেওয়া উচিত।”

অন্যদিকে তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, জাকির নায়েকের বক্তব্যের সঙ্গে দলের বা সংশ্লিষ্ট সাংসদের কোনও সম্পর্ক নেই। দলের এক শীর্ষ নেতা বলেন, “এই ধরনের মন্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত ও উগ্র মানসিকতার প্রতিফলন। তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে এবং কোনও ধর্মীয় ঘৃণা বা হুমকিকে সমর্থন করে না।”

উল্লেখ্য, জাকির নায়েক বর্তমানে ভারতে পলাতক এবং তাঁর বিরুদ্ধে ঘৃণামূলক ভাষণ ও উগ্রবাদে প্ররোচনার একাধিক অভিযোগ রয়েছে। তিনি বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন এবং সেখান থেকেই অনলাইন বা প্রকাশ্য বক্তৃতা দিয়ে থাকেন। অতীতেও তাঁর বক্তব্য ঘিরে বহুবার আন্তর্জাতিক স্তরে বিতর্ক তৈরি হয়েছে।

মানবাধিকার কর্মীদের মতে, এই ভিডিও নতুন করে দেখিয়ে দিল কীভাবে ধর্মীয় বক্তৃতার আড়ালে ভিন্ন মতাবলম্বীদের ‘নরকে পাঠানোর’ হুমকি দেওয়া হচ্ছে। একজন বিশিষ্ট সমাজতাত্ত্বিকের কথায়, “এটা শুধু ধর্মীয় মত নয়, এটি স্পষ্টভাবে অন্য ধর্ম বা বিশ্বাসের মানুষদের অবমাননা।”

সব মিলিয়ে, মালয়েশিয়া থেকে উঠে আসা এই ভিডিও শুধু জাকির নায়েককে ঘিরেই নয়, ভারতের রাজনীতি, মিডিয়া ও ধর্মীয় সহিষ্ণুতার প্রশ্নে নতুন বিতর্কের আগুন জ্বালিয়েছে। আগামী দিনে এই মন্তব্য নিয়ে আইনগত বা কূটনৈতিক স্তরে কোনও পদক্ষেপ হয় কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Advertisements