Kolkata: পুলিশের বিরুদ্ধেই অভিযোগ, গল্ফগ্রিনে যুবকের মৃত্যু ‘অশুভ লক্ষণ’: সেলিম

হাওড়ার আনিস খান মৃত্যু রহস্যে বারবার অভিযুক্ত হয়েছে পুলিশ। এবার কলকাতায় দীপঙ্কর সাহা নামে এক যুবকের মৃত্যুতে ফের পুলিশের বিরুদ্ধে অভিযোগ। মৃত যুবক গল্ফগ্রিনের বাসিন্দা।…

Kolkata Police Files Chargesheet Against Shanta Pal in Major Action

হাওড়ার আনিস খান মৃত্যু রহস্যে বারবার অভিযুক্ত হয়েছে পুলিশ। এবার কলকাতায় দীপঙ্কর সাহা নামে এক যুবকের মৃত্যুতে ফের পুলিশের বিরুদ্ধে অভিযোগ। মৃত যুবক গল্ফগ্রিনের বাসিন্দা। তার আত্মীয়রা কলকাতা পুলিশের বিরুদ্ধে আমানুষিক নির্যাতনের অ়ভিযোগ তুলছেন।

Advertisements

মৃতের পরিবারের বক্তব্য গল্ফগ্রিন থানার পুলিশের মারে মৃত্যু হয়েছে ওই যুবকের৷ এবং ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধীরা৷ ক্ষোভ উগরে দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷

Advertisements

CPIM leader Md salim

ট্যুইট করে সেলিম বলেন, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, মিথ্যা মামলায় জড়িয়ে, বিচারবহির্ভূত হত্যাকান্ড, নিয়মিত এধরনের কাজ করে পুলিশ শাসক দলের এজেন্ট হিসাবে কাজ করছে। এগুলো অশুভ লক্ষণ। বাংলা, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ হওয়ার থেকে বেশি দূরে নেই।

মৃত দীপঙ্কর সাহার পরিবারের বক্তব্য, রবিবার দুপুরে দীপঙ্করকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে নিয়ে যায় গল্ফগ্রিন থানার পুলিশ। অভিযোগ, রাত ৯টার সময় দীপঙ্করকে গুরুতর আহত অবস্থায় আজাদগড় মোড়ে ফেলে রেখে দিয়ে চলে যায় তারা। আরও অভিযোগ, পুলিশের বেধড়ক মারে দীপঙ্করের অবস্থা ছিল শিউরে ওঠার মতো। এরপর অসুস্থ হয়ে পড়েছিল সে৷ বুধবার তাকে শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়৷ একটু সুস্থ বোধ করতেই তাকে ফিরিয়ে আনা হয়েছিল৷ বৃহস্পতিবার রাতে ফের অসুস্থ হলে এম আর বাঙ্গুরে ভর্তি করা হয় তাঁকে সেখানেই মৃত্যু হয় দীপঙ্করের।

তদন্ত শুরু করেছে লালবাজার। লালবাজার সূত্রের খবর, রবিবার দুপুরে থানায় নিয়ে যাওয়ার তথ্য সঠিক নয়। দীপঙ্করকে থানায় নিয়ে যাওয়া হয় রবিবার রাত ১০.২৬ মিনিটে। সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷