HomeWest BengalKolkata Cityকলকাতায় জন্মদিনের পার্টিতে গণধর্ষণের শিকার তরুণী

কলকাতায় জন্মদিনের পার্টিতে গণধর্ষণের শিকার তরুণী

- Advertisement -

কলকাতা: খাস কলকাতায় ফের গণধর্ষণ! নিজের জন্মদিনের পার্টিতে গণধর্ষণের শিকার ২০ বছরের তরুণী। দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকার ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের নারী-নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার হরিদেবপুরের রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে নির্যাতিতার জন্মদিনের পার্টি আয়োজন করে চন্দন এবং দীপ নামক দুই অভিযুক্ত। তরুণীকে সেখানে নিয়ে যায় চন্দন।

সেখানে গিয়ে খাওয়াদাওয়া করেন তাঁরা। দেরি হয়ে যাওয়ায় বাড়ি যেতে চান তরুণী। তখনই দরজা বন্ধ করে তাঁকে মারধোরের পর গণধর্ষণ করে দুই অভিযুক্ত। শনিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ, কোনোক্রমে ফ্ল্যাটটি থেকে পালাতে সক্ষম হন নির্যাতিতা। বাড়ি ফিরে পরিবারের লোকজনকে সমস্ত ঘটনা জানিয়ে শনিবারেই পুলিশে অভিযোগ দায়ের করেন তরুণী।

   

পুলিশ আধিকারিক জানিয়েছেন, “চন্দন এবং দীপ নামের দুই অভিযুক্ত এখনও অধরা। কিন্তু তদন্ত শুরু হয়েছে।” পুলিশ সূত্রে খবর, চন্দনের সঙ্গে বেশ কয়েকমাস আগে পরিচয় হয় তরুণীর। দক্ষিণ কলকাতার একটি পুজো কমিটির প্রধান হিসেবে নিজের পরিচয় দিয়েছিল চন্দন। তাঁর সূত্রেই দীপের সঙ্গে পরিচয় হয় নির্যাতিতা তরুণীর।

জানা গিয়েছে, তরুণীকে পুজো কমিটিতে ঢোকানোর প্রতিশ্রুতি দিয়েছিল চন্দন ও দীপ। বলা বাহুল্য, নারীদের জন্য দেশের অন্যতম সুরক্ষিত শহর হিসেবে পরিচিত কলকাতার বুকে একের পর এক গণধর্ষণের ঘটনা সামনে উঠে আসছে। গতবছর আগস্ট মাসে আরজি করের চিকিৎসক পড়ুয়ার খুন এবং গণধর্ষণের পর ২৫ জুন দক্ষিণ কলকাতা আইন কলেজের ঘটনা। প্রশ্নের মুখে ফের শহরের নারী সুরক্ষা।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular