
নিয়োগ দুর্নীতিতে (Recruitment Corruption) বারবার সরকারি আধিকারিকদের যুক্ত থাকার দাবি করা হচ্ছে ইডির তরফে। তাহলে কেন সরকারি আধিকারিকদের গ্রেফতার করা হচ্ছে না? এমন প্রশ্ন আলিপুরের বিশেষ আদালতের বিচারকের।
নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার তৃণমূল নেতা কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ এবং তাপস মণ্ডলকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। এদিন তাঁদের আদালতে পেশ করা হয়। সেখানেই বিস্ফোরক দাবি করেন বিচারক।
সম্প্রতি কুন্তলের সঙ্গে টাকা লেনদেনের খোঁজ মিলতেই অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করেছে ইডি। এই প্রথমবার কোনও অভিনেতার সরাসরি যোগাযোগ করা হয়েছে। শুক্রবার তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবারেই হাজিরা দেন কুন্তল। সূত্রের খবর, আরও তিন অভিনেত্রীর নাম আগামী দিনে যুক্ত হতে চলেছে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










