Sunday, December 7, 2025
HomeWest BengalKolkata CityWeather: বঙ্গে কবে আসবে বর্ষা! তারিখ জানাল হাওয়া অফিস

Weather: বঙ্গে কবে আসবে বর্ষা! তারিখ জানাল হাওয়া অফিস

- Advertisement -

মাঝে কয়েকটা দিন শান্তি দিলেও আবার বঙ্গে ফিরছে গরম। আগামী কয়েকটা দিন বাংলা জুড়ে আবার ব্যাটিং করবে গরম। তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। প্রায় তিন থেকে চার ডিগ্রি পারদ বাড়তে পারে বলে জানা গিয়েছে। তবে এর মাঝেই আবার খুশির খবর শোনাল আবহওয়া দপ্তর। ওয়া অফিসের পূর্বাভাস সাধারণভাবে নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকে পড়তে পারে নিকোবর দ্বীপপুঞ্জে। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী রবিবার অর্থাৎ ১৯ মে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে নিকোবর দ্বীপপুঞ্জে। সাধারণভাবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করে ২২ মে নাগাদ। তবে এবার নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষা প্রবেশ করেছে দ্বীপপুঞ্জে।

আবহাওয়া দপ্তর ২৫ বছরের গড় করে একটি নির্ধারিত দিন ঠিক করে বিভিন্ন জায়গায় মৌসুমী বায়ু পৌঁছনোর। সেই হিসেব অনুযায়ী আবহাওয়া দপ্তরের ক্যালেন্ডারে আন্দামানে মৌসুমী বায়ু প্রবেশের দ্বারা নির্ধারিত দিন ২২শে মে। এর পর ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা অর্থাৎ মৌসুমী বায়ু পৌঁছনোর নির্ধারিত দিন ১ জুন। সারা ভারতে ৮ জুলাইয়ের মধ্যে মৌসুমী বায়ু পৌঁছে যাওয়ার কথা।

   

হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে ৭ জুন প্রথমে জলপাইগুড়ি জেলাতে প্রবেশ করার কথা। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়িতে ৮ জুনের মধ্যে বর্ষা প্রবেশের কথা। মৌসুমী বায়ু। আশা করা যাচ্ছে আগামী ১১ জুনের মধ্যে কলকাতায় বর্ষা প্রবেশ করার কথা। তবে আবহওয়ার বিশেষ পরিবর্তন না হলে কিছুদিন আগেও বর্ষা প্রবেশ করতে পারে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular